Advertisement
২২ মে ২০২৪

কাঁকরতলা খুনে ধৃত ২

কাঁকরতলার বড়রা গ্রামের তৃণমূল কর্মী খুনে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গত ৪ জুন রাত্রি সাড়ে ১১টা নাগাদ সেখ খিলাফৎ নামে এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে দুষ্কৃতীরা।

নিজস্ব সংবাদদাতা
বড়রা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ০০:৪৮
Share: Save:

কাঁকরতলার বড়রা গ্রামের তৃণমূল কর্মী খুনে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গত ৪ জুন রাত্রি সাড়ে ১১টা নাগাদ সেখ খিলাফৎ নামে এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করে দুষ্কৃতীরা। পরে স্থানীয় ভীমগড়-পলাস্থলী রেললাইনের ধার থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ এবং স্থানীয় সূত্রেই জানা গিয়েছে, অবৈধ কয়লা পাচারের বখরা, পঞ্চায়েত তথা এলাকার রাজনৈতিক কর্তৃত্ব কায়েমকে কেন্দ্র করে খিলাফৎ’এর সঙ্গে বিরোধী গোষ্ঠীর সংঘাত লেগেই ছিল। তারই জেরে খুনের মাস খানেক আগে তাঁকে গুলি করে খুনের চেষ্টাও হয়। খুনের ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদের মধ্যে অনেকেই খুনের চেষ্টার ঘটনাতেও অভিযুক্ত। পুলিশ এর আগে ৫ জনকে গ্রেফতার করে। শনিবার রাতে সেখ সানু, সেখ মধু নামে আরও ২ জনকে দুবরাজপুরের পাকুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। এ দিন তাঁদের বিশেষ আদালতে তুলে ৫ দিন নিজেদের হেফাজতে চায় পুলিশ। আদালত তিনদিনের হেফাজত মঞ্জুর করে। পুলিশ জানায়, ধৃতদের জেরা করে বাকিদের ধরার চেষ্টা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrest murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE