স্ত্রীকে পুড়িয়ে খুন করার অভিযোগে গ্রেফতার হলেন স্বামী। সেই সঙ্গে নিহতের ননদাইকেও পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, নিহত বধূ মিতালী বারিকের (২৪) শ্বশুরবাড়ি সোনামুখী শহরের ধর্মতলায়। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে বাঁকুড়া থানার সেঁদড়া গ্রামের বাসিন্দা মিতালীর সঙ্গে পেশায় ব্যবসায়ী উজ্জ্বল বারিকের বিয়ে হয়। মিতালীর বাবা রবিলোচন পাল অভিযোগ করেন, ‘‘মেয়েকে ২৯ জানুয়ারি পুড়িয়ে মেরেছে ওরা। ওদের শাস্তি চাই।’’ ওই ঘটনায় তাঁর জামাই-সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়।
যদিও নিহতের স্বামী রবিবার বিষ্ণুপুর আদালতে দাবি করেন, ‘‘রান্না করতে গিয়ে স্টোভ ফেটে মিতালীর গায়ে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে মিতালীকে সোনামুখী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল।’’ পরে তাঁকে বাঁকুড়া মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। শুক্রবার সেখানে তাঁর মৃত্যু হয়। বিষ্ণুপুরের এসডিপিও লাল্টু হালদার বলেন, ‘‘নিহতের স্বামী উজ্জ্বল বারিক ও ওন্দার নিকুঞ্জপুরের বাসিন্দা ননদাই শ্যামল পালকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে।’’ রবিবার দু’জনকে বিষ্ণুপুর আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিন জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।