কলেজ অধ্যক্ষদের ‘ই মেল অ্যাকাউন্ট’ থেকে অর্থ সাহায্যে চেয়ে মেল পাচ্ছেন অধ্যক্ষদের পরিচিতেরা। মেলে লেখা—“আমার, আপনার কাছ থেকে অনুগ্রহ প্রয়োজন। দ্রুত যোগাযোগ করুন।’’
রাজ্যের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পরিচয় ভাঙিয়ে এই ধরনের ভুয়ো মেল করা হচ্ছে বলে চর্চা ছিল। দিন তিনেকের মধ্যে বীরভূমের দুই কলেজ অধ্যক্ষ একই অভিজ্ঞতার শিকার হলেন। সেই তালিকায় রয়েছেন বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পার্থসারথি মুখোপাধ্যায়। অন্য জন দুবরাজপুরের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায়। দিন তিনেকের মধ্যে এমন ঘটনা প্রকাশ্যে আসতেই বিব্রত দুই অধ্যক্ষ। তাঁদের পরিচিতি ব্যবহার করে মানুষের কাছে টাকা হাতানোর পিছনে কোনও অপরাধ চক্রের হাত রয়েছে কিনা, সেটা তদন্ত করে দেখার অনুরোধ নিয়ে দু’জনেই বীরভূম সাইবার থানার দ্বারস্থ হয়েছেন।
জানা গিয়েছে. ওই দুই অধ্যক্ষ যে ই মেল আইডি ব্যবহার করেন, হুবহু তার নকল আইডি বানিয়ে মেল করা হয়েছে তাঁদের পরিচিতদের। যেখানে লেখা, “আই নিড এ ফেভার ফ্রম ইউ। প্লিজ় ই-মেল মি ব্যাক অ্যাজ় আর্লি অ্যাজ় পসিবল।’’