Advertisement
১৯ মে ২০২৪

কাজের দাবিতে বিক্ষোভ

দাবি আগেই উঠেছিল। এ বার সুপার স্পেশ্যালিটি হসপিটালে কাজে অগ্রাধিকার চেয়ে পথে নামলেন পুরুলিয়া মফস্সল থানা এলাকার হাতোয়াড়া গ্রামের বাসিন্দারা।

সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সামনে বিক্ষুব্ধরা। —নিজস্ব চিত্র

সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সামনে বিক্ষুব্ধরা। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৬ ০২:১৮
Share: Save:

দাবি আগেই উঠেছিল। এ বার সুপার স্পেশ্যালিটি হসপিটালে কাজে অগ্রাধিকার চেয়ে পথে নামলেন পুরুলিয়া মফস্সল থানা এলাকার হাতোয়াড়া গ্রামের বাসিন্দারা। শনিবার পুরুলিয়া শহরের উপকন্ঠে হাসপাতালের সামনে জড়ো হয়ে গ্রামোন্নয়ন কমিটি গড়ে কাজের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই গ্রামের বাসিন্দাদের একাংশ। এই গ্রামের অদূরেই গড়ে উঠেছে এই বিশাল হাসপাতালটি।

ইতিমধ্যেই হাসপাতালে কাজ চেয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতির দ্বারস্থ হয়েছেন ওই এলাকার মানুষজন। কিছুদিন আগে সভাধিপতির অফিসে বিক্ষোভ দেখানোর জন্য এসেছিলেন হাতোয়াড়ার গ্রামবাসীর একাংশ। সেদিন তাঁদের সঙ্গে তৃণমূলের কয়েক জন নেতাও ছিলেন। সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চতুর্থ শ্রেণির কাজে নিয়োগের দাবিতে শনিবার স্থানীয় বাসিন্দারা হাতোয়াড়া গ্রামোন্নয়ন কমিটির ব্যানার নিয়ে হাসপাতালের সামনের রাস্তায় মিছিল করেন। তার পরে রাস্তার সামনে বসে এই হাসপাতালে কাজের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকারের দাবিতো স্লোগান দিতে থাকেন। চতুর্থ শ্রেণির কাজের ক্ষেত্রেই তাঁরা এই অগ্রাধিকার দাবি করছেন বলেও গ্রামবাসীরা জানিয়েছেন।

আন্দোলনকারী শঙ্কর মাহাতো, হেমন্ত মাহাতোরা বলেন, ‘‘আমরা চাই হাসপাতাল চালু হোক। কিন্তু, চতুর্থ শ্রেণির কাজের ক্ষেত্রে এলাকার বাসিন্দাদের অগ্রাধিকার দিতে হবে।’’ পরে মফস্সল থানা থেকে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁদের সরিয়ে দেয়। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই হাসপাতালে নিয়োগের বিষয়টি মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনই দেখছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিল দত্ত বলেন, ‘‘বিক্ষোভের খবর পেয়েছি। কিন্তু ওই হাসপাতালে এই মুহূর্তে কোনও নিয়োগ হচ্ছে বলে আমার জানা নেই। তা ছাড়া, নিয়োগের বিষয়টি জেলা স্বাস্থ্য দফতর দেখছেও না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Villagers work
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE