অনুব্রত মণ্ডলের ঘোষণা মতোই বিশ্বভারতীর রাজনীতিতে ফিরতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার উপাচার্যের বিরুদ্ধে চলা আন্দোলনের সমর্থনে মিছিল করবে শাসকদলের ছাত্র সংগঠন। তিন বছর পর তারা বিশ্বভারতীর রাজনীতিতে ফের অংশ নেবে। ইতিমধ্যেই বিশ্বভারতীর আন্দোলনের পাশে দাঁড়িয়েছে একাধিক সংগঠন। মঙ্গলবার এসএফআই-এর পর বুধবার ছাত্র পরিষদ আন্দোলনের সমর্থনে মিছিল করেছে। সেই আন্দোলনকে জোরদার করতে এ বার আসরে শাসকদল।
বিশ্বভারতীর রাজনীতিতে ফেরার কথা দিন কয়েক আগেই জানিয়েছিলেন অনুব্রত। প্রায় তিন বছর পর সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটও গড়া হয়েছে বিশ্বভারতীতে। বুধবার সেই ইউনিটের বৈঠকও হয়েছে এবং আন্দোলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে তৃণমূলের বীরভূম জেলা মুখপাত্র জামশেদ আলি খান জানান, আগামী কাল তাঁরা বিশ্বভারতী জুড়ে মিছিল করবেন এবং পড়ুয়াদের অবস্থান মঞ্চে গিয়ে সমর্থন জানাবেন।