ক্যাম্পাস খোলার দাবিতে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে বাম ছাত্রদের বিক্ষোভ ঘিরে অশান্তি ছড়াল। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। ছাত্রদের গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে।
শুক্রবার সকালে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে ক্যাম্পাস খোলার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে বাম ছাত্র সংগঠন। অভিযোগ, বলাকা গেট দিয়ে আন্দোলনকারী পড়ুয়ারা ঢুকতে গেলে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা বাধা দেন। সে সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পড়ুয়াদের। নিরাপত্তাকর্মীরা সে সময় কয়েক জন পড়ুয়াকে মারধর করেন বলে অভিযোগ।