Advertisement
১৭ জুন ২০২৪

অশালীন মন্তব্যের অভিযোগ, শো-কজ তৃণমূল নেতাকে

জেলা সভাধিপতির পরে এ বার যুব তৃণমূলের জেলা সভাপতি। পুরুলিয়ায় ফের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতা সম্পর্কে কটূক্তি করার অভিযোগ উঠল শাসকদলের নেতার বিরুদ্ধে। পুরুলিয়ার প্রাক্তন সাংসদ, ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বীরসিংহ মাহাতোর বিরুদ্ধে অতীতের একটি ধর্ষণ-মামলা নিয়ে কটুক্তি করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের জেলা সভাপতি গৌতম রায়।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৪ ০০:০৪
Share: Save:

জেলা সভাধিপতির পরে এ বার যুব তৃণমূলের জেলা সভাপতি। পুরুলিয়ায় ফের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতা সম্পর্কে কটূক্তি করার অভিযোগ উঠল শাসকদলের নেতার বিরুদ্ধে।

পুরুলিয়ার প্রাক্তন সাংসদ, ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বীরসিংহ মাহাতোর বিরুদ্ধে অতীতের একটি ধর্ষণ-মামলা নিয়ে কটুক্তি করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের জেলা সভাপতি গৌতম রায়। কয়েক দিন আগে জয়পুরে একটি সভায় গৌতমবাবু ওই অশালীন মন্তব্য করেন বলে ফরওয়ার্ড ব্লকের অভিযোগ। ওই কটূক্তির পাশাপাশি গৌতমবাবু এ-ও বলেন, “বামফ্রন্ট আমাদের সরকারের বিরুদ্ধে নারী নিযার্তনের কথা বলে। আর ওদেরই এক সাংসদ ধর্ষণের দায়ে সাংসদ পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন।”

ওই কটূক্তির জেরে গৌতমবাবুকে শো-কজ করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রবালকান্তি মাইতি বলেন, “বীরসিংহ মাহাতো এ ধরনের একটি অভিযোগ করেছেন। তার জেরে অভিযুক্তকে শো-কজ করা হয়েছে।”

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট বছর পাঁচেক আগে ওই ধর্ষণ-মামলায় বেকসুর খালাস করেছে বর্ষীয়ান ফব নেতা বীরসিংহবাবুকে। এই সভার পরে পরেই বীরসিংহবাবু জেলা নিবার্চন আধিকারিকের কাছে গৌতমবাবুর বিরুদ্ধে অভিযোগ করেন। ফব-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা দলের জেলা সভাপতি নিশিকান্ত মেহেতার আক্ষেপ, “বর্তমানে পুরুলিয়ায় নিবার্চনী লড়াইকে ঘিরে যে ধরনের ভাষা প্রয়োগ শুরু করেছে তৃণমূল, তা অতীতে এ জেলায় কখনও হয়নি। দীর্ঘকাল পুরুলিয়া অন্তত এই প্রশ্নে রাজ্যে ব্যতিক্রমী নজির বহন করেছে। বিভিন্ন দলের নেতারা নিবার্চনী লড়াই লড়েছেন, তা নীতির লড়াই হয়েই থেকেছে।”

তাঁর অভিযোগ, তৃণমূল নেতা গৌতমবাবু বীরসিংহ মাহাতো সম্পর্কে যে মন্তব্য করেছেন, তাতে সম্পর্কের বাতাবরণ নষ্ট হওয়ার পরিবেশ তৈরি হচ্ছে। তা ছাড়া উচ্চ আদালতই ওই মামলায় তাঁকে মুক্তি দিয়েছে। এর আগে নিতুড়িয়ায় সিপিএমের বর্ষীয়ান সাংসদ বাসুদেব আচারিয়া সম্পর্কেও শালীনতা বিরোধী মন্তব্য করার অভিযোগ উঠেছিল জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতোর বিরুদ্ধে। সেই প্রসঙ্গ টেনে নিশিকান্তবাবুর মন্তব্য, “বাসুদেববাবু একাধিক বার লোকসভায় সিপিএমের নেতা থেকেছেন। বিভিন্ন সংসদীয় কমিটিতে দায়িত্বের সঙ্গে তাঁর ভূমিকা পালন করেছেন। ভাষা ব্যবহারে তৃণমূল নেতাদের সংযম আনা প্রয়োজন। বীরসিংহবাবু সম্পর্কে ওই তৃণমূল নেতা যা বলেছেন, তা আমরা রবিবার কলকাতায় আসা নিবার্চন কমিশনের প্রতিনিধিদের কাছে জানিয়েছি।”

বীরসিংহবাবু নিজে বলেছেন, “আমি এ ধরনের মন্তব্য শুনে অবাকই হয়েছি।” তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা করা হয়েছিল। তাই নৈতিক কারণেই তিনি সাংসদ পদে ইস্তফা দিই। “এতদিন পরে হঠাৎ ভোটের মুখে সেই বিষয়টি এ ভাবে তোলা আদৌ যুক্তিযুক্ত কি?”প্রশ্ন প্রাক্তন সাংসদের। গৌতমবাবু অবশ্য বলেন, “আমি এখনও কমিশনের কাছ থেকে কোনও চিঠি পাইনি। তবে এটা তো সত্যি, ধর্ষণ- মামলার জন্য তাঁকে সাংসদ পদ ছাড়তে হয়েছিল।” তাঁর দাবি, বীরসিংহবাবুকে ব্যক্তিগত ভাবে অসম্মান করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। শো-কজের চিঠি পেলে সে কথাই জানাবেন।

অন্য দিকে, বাসুদেব আচারিয়া সম্পর্কে করা তাঁর কটূক্তি নিয়ে কমিশনের চিঠি পেয়েছেন বলে স্বীকার করেছেন জেলা সভাধিপতি, তৃণমূল নেতা সৃষ্টিধর মাহাতো। তিনি বলেন, “আমি চিঠির জবাবও দিয়েছি। আমরা মন্তব্য অশালীন মনে হলে আমি ক্ষমা চেয়ে নেব।”

বিজেপিতে যোগ। বাঁকুড়ার ছাতনায় বেশ কিছু কংগ্রেস কর্মী সোমবার বিজেপিতে যোগ দিলেন। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার এ দিন ছাতনায় প্রচারে গেলে ওই কংগ্রেস কর্মীরা আনুষ্ঠনিক ভাবে তাঁর কাছে বিজেপিতে যোগ দেন। সুভাষবাবুর দাবি, “৫২ জন কংগ্রেস কর্মী আমাদের দলে এসেছেন। বোঝাই যাচ্ছে বাঁকুড়ার মানুষ এ বার বিজেপির উপরেই আস্থা রাখছেন। ভোটের আগে ওই কর্মীরা দলে আসায় আমাদের শক্তি বাড়ল।” যদিও কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি অরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা বিজেপিতে ঢুকেছেন, তাঁদের সঙ্গে কংগ্রেসের কোনও দিনই সম্পর্ক ছিল না। এতে দলের শক্তি কমারও কোনও প্রশ্ন নেই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

purulia tmc birsingh mahato loksabha election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE