কলেজের বাহ্যিক এবং অভ্যন্তরীণ মূল্যায়ন নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত একটি আলোচনা শিবির হল ময়ূরেশ্বর থানার মল্লারপুর টুরকু হাঁসদা লপসা হেমব্রম কলেজে। মঙ্গলবার ওই শিবিরের উদ্বোধন করেন শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অমিত চক্রবর্তী। কীভাবে কলেজের বাহ্যিক এবং অভ্যন্তরীণ মূল্যায়ন করা হয় এবং কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হয় সেই নিয়ে বক্তব্য রাখেন উচ্চ শিক্ষা দফতরের প্রাক্তন ডিপিআই প্রতীপ চৌধুরী। আলোচনা শিবিরে পুরুলিয়া পঞ্চকোট কলেজের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব চট্টোপাধ্যায় এবং ওই কলেজের ন্যাক এর কো-অর্ডিনেটর সপ্তর্ষী চক্রবর্তী, বেলুড় রামকৃষ্ণ বিদ্যামন্দির কলেজের অধ্যাপক শান্তুনু দে, সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক অমিয় ঘোষ বক্তব্য রাখেন।