Advertisement
E-Paper

উড়ালপুল থেকে আনাড়া, সরব অধীর

কেন্দ্রের টাকা খরচ করতে না পারা থেকে সারদা-কাণ্ড সোমবার পুরুলিয়া ও বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে এসে তথ্য,পরিসংখ্যান দিয়ে তৃণমূলকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কটাক্ষ করলেন রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়ার আনাড়ার রেলের প্রকল্প নিয়ে। একই সঙ্গে দাবি করেছেন আদ্রায় রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই উড়ালপুল করতে পারছে না রেল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৪ ০১:৩২
গরমে কাহিল। কাশীপুরের সভায় প্রদীপ মাহাতোর তোলা ছবি।

গরমে কাহিল। কাশীপুরের সভায় প্রদীপ মাহাতোর তোলা ছবি।

কেন্দ্রের টাকা খরচ করতে না পারা থেকে সারদা-কাণ্ড সোমবার পুরুলিয়া ও বাঁকুড়ায় নির্বাচনী প্রচারে এসে তথ্য,পরিসংখ্যান দিয়ে তৃণমূলকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কটাক্ষ করলেন রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়ার আনাড়ার রেলের প্রকল্প নিয়ে। একই সঙ্গে দাবি করেছেন আদ্রায় রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই উড়ালপুল করতে পারছে না রেল।

এ দিন পুরুলিয়া ও বাঁকুড়া লোকসভা আসনের চারটি এলাকায় প্রচার চালাতে হেলিকপ্টারে এসেছিলেন অধীরবাবু। প্রথম সভাটি করেন পুরুলিয়ার পাড়া, কাশীপুর ও জয়পুরে সভা সেরে বিকেলের সভা করেন বাঁকুড়া শহরে। পুরুলিয়ার সভাগুলিতে নির্দিষ্ট সময়ের চেয়ে ঘণ্টাখানেক দেরিতে পৌঁছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু, দাবদাহ উপেক্ষা করে সভাস্থলগুলিতে ভালই ভিড় হয়েছিল। কাশীপুরের সভার শুরুতেই অধীরবাবু দাবি করেন, “রাজ্যের পিছিয়ে পড়া ১১টি জেলার উন্নয়নে কেন্দ্র ২০১১ সালে ৮ হাজার ৭৫০ কোটি টাকা দিয়েছিল। অথচ রাজ্য ওই অর্থের মাত্র ৩০ শতাংশ খরচ করতে পেরেছে।” নির্বাচনী প্রচারে এসে তৃণমূলের নেতা-মন্ত্রীরা নিয়ম করে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলছেন। বাঁকুড়ায় অধীরবাবুর পাল্টা, “গত দশ বছরে আমরা ১৫ কোটি মানুষকে দারিদ্রসীমার উপরে নিয়ে এসেছি। এটা কি কেন্দ্রীয় সরকারের সাফল্য নয়?” রাজ্যর দুই পিছিয়ে পড়া জেলার শিল্পায়ন নিয়ে বামফ্রন্ট ও তৃণমূলকে বিঁধেছেন অধীরবাবু।

kashipur pradip mahato adhir chowdhury
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy