Advertisement
১৮ মে ২০২৪

কারখানা খুলতে কাল বৈঠক জেলাশাসকের

বিক্ষোভ-ভাঙচুরের জেরে রঘুনাথপুরের গোবরান্দা গ্রামে বন্ধ থাকা জলের পাইপ তৈরির বেসরকারি কারখানা খোলা নিয়ে এ বার কারখানা কর্তৃপক্ষকে আলোচনায় ডাকলেন পুরুলিয়ার জেলাশাসক।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথপুর শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৪ ০৬:০৪
Share: Save:

বিক্ষোভ-ভাঙচুরের জেরে রঘুনাথপুরের গোবরান্দা গ্রামে বন্ধ থাকা জলের পাইপ তৈরির বেসরকারি কারখানা খোলা নিয়ে এ বার কারখানা কর্তৃপক্ষকে আলোচনায় ডাকলেন পুরুলিয়ার জেলাশাসক। কাল, বৃহস্পতিবার পুরুলিয়ায় ওই বৈঠক হবে। কারখানাটির কর্ণধার অঞ্জন মজুমদার মঙ্গলবার জানান, এ দিন রঘুনাথপুরে মহকুমাশাসকের দফতরে হওয়া আলোচনায় রফাসূত্র বেরোয়নি। জেলাশাসক তাঁদের আলোচনায় ডেকেছেন। কারখানায় কর্মীদের নিরাপত্তার বিষয়ে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিলেই কারখানা খোলা হবে বলে অঞ্জনবাবুর আশ্বাস।

গোবরান্দার কারখানায় শ্রমিক মৃত্যুর জেরে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে গত ৬ ফ্রেবুয়ারি থেকে কারখানা বন্ধ করে দেন কর্তৃপক্ষ। ভাঙচুরের ঘটনায় স্থানীয় তৃণমূলের কিছু নেতা-কর্মীর নামও জড়ায়। দলীয় স্তরে তদন্ত শুরু করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি গোবরান্দার পাশের গ্রাম মঙ্গলদায় ওই বেসরকারি সংস্থারই মালিকানাধীন অন্য একটি কারখানাও বন্ধ করেছে সংস্থাটি। এ দিন প্রশাসনের তরফে কারখানা কর্তৃপক্ষর সঙ্গে আলোচনায় বসেছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অরিন্দম বন্দ্যোপাধ্যায়। এর আগে কারখানা কর্তৃপক্ষের বৈঠক হয়েছিল শ্রম দফতরের সঙ্গে। কিন্তু, সমাধানসূত্র বেরোয়নি। এ দিনের বৈঠকে কারখানা কর্তৃপক্ষ কারখানায় পুলিশি নিরাপত্তার দাবি তোলেন।

অঞ্জনবাবু বলেন, “ভাঙচুর ও কর্মীদের নিগ্রহের ঘটনার পরে নিরাপত্তাহীনতায় ভুগছেন আমাদের কর্মীরা। তাঁরা কাজে যোগ দিতে ভয় পাচ্ছেন বলেই আমরা অন্তত ছ’মাসের জন্য কারখানায় পুলিশ মোতায়েনে প্রস্তাব প্রশাসনকে দিয়েছি।” জেলাশাসক তন্ময় চক্রবর্তী অবশ্য জানান, এ দিনের বৈঠকেই মোটামুটি সমাধান হয়ে গিয়েছে। তিনি বলেন, “কিছু বিষয়ে আরও আলোচনার প্রয়োজন আছে বলেই মালিকপক্ষকে ফের বৈঠকে ডাকা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

factory employee death clash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE