Advertisement
E-Paper

তৃণমূল সভানেত্রীর বিরুদ্ধে লিফলেট

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে বীরভূমে মহিলা তৃণমূলের সভানেত্রী ফাল্গুনী সিংহের বিরুদ্ধে রীতিমতো লিফলেট বিলি শুরু হয়েছে এলাকায়। ‘মুরারই বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসে’র নামে ওই লিফলেট প্রচারিত হলেও কারা এর সঙ্গে যুক্ত তা অবশ্য স্পষ্ট নয়। সম্প্রতি মেদিনীপুরে সাংসদ শিশির অধিকারী, পূর্বস্থলীর (উত্তর কেন্দ্র) বিধায়ক তপন চট্টোপাধ্যায় দলের একাংশের বিরুদ্ধে একই ভাবে তোলাবাজিতে যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন। তবে, অচিরেই সংবাদমাধ্যমে এ নিয়ে মুখ খুলতে বারণ করে দেয় দলের শীর্ষ নেতৃত্ব।

অপূর্ব চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৪ ০১:৫০
এমনই লিফলেট বিলি হচ্ছে মুরারইয়ে।—নিজস্ব চিত্র।

এমনই লিফলেট বিলি হচ্ছে মুরারইয়ে।—নিজস্ব চিত্র।

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে বীরভূমে মহিলা তৃণমূলের সভানেত্রী ফাল্গুনী সিংহের বিরুদ্ধে রীতিমতো লিফলেট বিলি শুরু হয়েছে এলাকায়। ‘মুরারই বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসে’র নামে ওই লিফলেট প্রচারিত হলেও কারা এর সঙ্গে যুক্ত তা অবশ্য স্পষ্ট নয়।

সম্প্রতি মেদিনীপুরে সাংসদ শিশির অধিকারী, পূর্বস্থলীর (উত্তর কেন্দ্র) বিধায়ক তপন চট্টোপাধ্যায় দলের একাংশের বিরুদ্ধে একই ভাবে তোলাবাজিতে যুক্ত থাকার অভিযোগ তুলেছিলেন। তবে, অচিরেই সংবাদমাধ্যমে এ নিয়ে মুখ খুলতে বারণ করে দেয় দলের শীর্ষ নেতৃত্ব। ঠিক একই ভাবে ঘটনাটিকে কড়া হাতে দমন করার পন্থা নিয়েছে বীরভূমের তৃণমূল নেতৃত্বও। ওই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বহিষ্কারের কথা ভাবা হচ্ছে। অভিযুক্ত নেত্রী ফাল্গুনীদেবী সমস্ত অভিযোগ অস্বীকার করলেও দলীয় স্তরে তাঁর বিরুদ্ধে ওটা অভিযোগের তদন্তও হবে বলে দাবি করছে শাসক দল। কিন্তু ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেও দলীয় নেতৃত্ব অভিযুক্তের পাশেই দাঁড়িয়েছে। যা দেখে আদৌ ওই অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে দলের নিচুতলার কর্মী-সমর্থকদের একাংশের মনে।

ওই লিফলেটে মোট বারো দফা অভিযোগ আনা হয়েছে তৃণমূলের ওই নেত্রীর বিরুদ্ধে। প্রাথমিক শিক্ষক-সিভিক ভলান্টিয়ার-ভিলেজ পুলিশ-জুনিয়র কনস্টেবল-আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে ওই নেত্রী লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে অভিযোগ। পাশাপাশা জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম করে ফাল্গুনীদেবী ঠিকাদারদের কাছ থেকে মোটা অঙ্কের তোলা তুলছেন বলেও ওই লিফলেটে দাবি করা হয়েছে। লিফলেটে ক্ষোভ প্রকাশ করে লেখা হয়েছে ওই নেত্রী ‘জেলা নেতৃত্বকে বুড়ো আঙুল দেখিয়ে পার্টি সংগঠনকে ধ্বংসের পথে নিয়ে চলেছেন। নানা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে তিল তিল করে গড়ে তোলা পার্টির সংগঠনকে কালিমালিপ্ত করার খেলায় মেতে উঠেছেন’। এমনকী, লিফলেটে এক জায়গায় লেখা হয়েছে, ফাল্গুনীদেবী ‘পার্টির ক্ষমতাকে কাজে লাগিয়ে অর্থ রোজগারের লালসায় মেতে উঠেছেন’। ওই নেত্রীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে দলেরই ভাবমূর্তি নষ্ট হবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গোটা ঘটনায় ফাল্গুনীদেবীর প্রতিক্রিয়া, “আমি ওই লিফলেট দেখিনি। সবই ভিত্তিহীন কথাবার্তা। আমি এ সব জিনিসকে পাত্তা দিই না।”

এ ভাবে লিফলেট বিলিতে ক্ষুব্ধ জেলা তৃণমূল নেতৃত্ব। তবে, যোগাযোগ করা হলেও এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি অনুব্রতর। মুখ খুলেছেন দলের মুরারই ১ ব্লক সভাপতি বিনয় ঘোষ। মুরারইয়ে সিপিএম-কংগ্রেস দু’দলই কোণঠাসা। বিজেপি-র সংগঠনও তেমন মজবুত নয়। এই পরিস্থিতিতে তাঁর দাবি, “এই নিয়ে তিন বার এই ধরনের লিফলেট বিলি হল। আসলে দলের মধ্যে একশ্রেণির লোক আছে, যারা দলে পিছিয়ে পড়ছে। তারাই হিংসায় এমন কাজ করতে পারে।” ফাল্গুনীদেবীর নামে কোনও দিন তাঁর কাছে কোনও অভিযোগ জমা পড়েনি বলেও তিনি দাবি করেছেন। উল্টে লিফলেট-কাণ্ডে যারা যুক্ত, তাদেরই কার্যত ‘চোর’ বলে দাবি করেছেন মুরারই ১ ব্লক যুব তৃণমূল সভাপতি সুজয় দাস। মুরারইয়ে জয়ী হওয়া জেলাপরিষদের কৃষি কর্মাধ্যক্ষ প্রদীপ ভকত আবার বলছেন, “ফাল্গুনীদেবী দক্ষ সংগঠক। কিছু লোকের খেয়ে দেয়ে কাজ নেই। তাই এই সব করছে।” অন্য দিকে, এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী নুরে আলম চৌধুরীর প্রতিক্রিয়া, “ফাল্গুনীদেবীকে খুব বেশি চিনি না। ওই লিফলেটও আমি দেখিনি। তাই এ নিয়ে কেনও মন্তব্য করতে চাই না।”

এ দিকে, কারা লিফলেট ছাপিয়ে বিক্রি করছে, তা নিয়েই তদন্তের জন্য দলের জেলা যুব সভাপতি নরেশ বাউরিকে জানিয়েছেন রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে তিনি বলেন, “এটা দল বিরোধী কাজ। যারা এটা করেছে তাদের খুঁজে বের করে দল থেকে বহিষ্কার করতে নির্দেশ দিয়েছি। অভিযোগ জানানোর জন্য দলের শৃঙ্খলাভঙ্গ কমিটি রয়েছে। যারাই এটা করেছেন অন্যায় করেছেন।” পাশাপাশি অভিযুক্ত নেত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার জন্য জেলা নেতৃত্বকে জানানো হয়েছে বলে তাঁর দাবি। তিনি বলছেন, “যদি অভিযোগের সত্যতা মেলে তা হলে দল অবশ্যই ফাল্গুনীদেবীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।” জেলা তৃণমূলের মুখপাত্র রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহের আবার প্রতিক্রিয়া, “কী লিফলেট ছাপা হয়েছে জানি না। তবে, এখন কিছু লোকের অভ্যেসই হয়েছে লিফলেট ছাপানোয়। এ ক্ষেত্রে কী ছাপানো হয়েছে, তা দেখে সত্যতা যাচাই করে দেখা হবে।”

তৃণমূলের মিছিল। দলের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে রাজ্যে বিরোধী দলগুলি। এই অপপ্রচারের বিরুদ্ধে এবং রাজ্যে উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে রামপুরহাট মহকুমার পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মীদের মিছিল করার নির্দেশ দিলেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রামপুরহাট কলেজে দলীয় কর্মিসভায় কর্মীদের উদ্দেশ্যে আশিসবাবু দলের সংগঠনকে আরও শক্তিশালী করা ও ভালভাবে কাজ করার কথা বলেন। আশিসবাবু বলেন, “নভেম্বর মাসের ৩ তারিখ থেকে মহকুমার প্রতিটি অঞ্চলে দলের পক্ষ থেকে মিছিলের কর্মসূচি চলছে। ১৪ নভেম্বর পর্যন্ত সেই সেই কর্মসূচি চলবে। ১৯ নভেম্বর সমস্ত ব্লক স্তরে মিছিল করা হবে এবং ২৪ নভেম্বর রামপুরহাট শহরে মিছিল করা হবে।”

leaflet tmc leader corruption extortion apurba chattopadhyay murarai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy