আগামী সোমবার মহিষাদলের এক গুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন হবে। মহিষাদলের দুটি উপ স্বাস্থ্যকেন্দ্র, ব্লকের খাদ্য দফতরের একটি ভবন, দুটি শিশু শিক্ষা কেন্দ্র, একটি জুনিয়ার হাইস্কুল, ৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হবে। তাছাড়াও নবনির্মিত একটি মার্কেট কমপ্লেক্সের এবং একটি ট্র্যাক্টর-সহ দুটি পানীয় জলের ট্যাঙ্কারের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তিলক চক্রবর্তী। তিনি জানান, সোমবার সকালে মহিষাদলের রাজবাড়ি চত্বরে উদ্বোধনে আসবেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী।