Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মাধ্যমিক দিতে গিয়ে নিখোঁজ

পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার মুরারই থানার ননগড় গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ছাত্র শামিম শেখের খোঁজ চলছে। স্থানীয় মিত্রপুর হাইস্কুলের ওই ছাত্রের পরীক্ষার আসন পড়েছিল হিয়াতনগর হাই মাদ্রাসায়।

নিজস্ব সংবাদদাতা
মুরারই শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৪ ০৬:৪৮
Share: Save:

পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার মুরারই থানার ননগড় গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ছাত্র শামিম শেখের খোঁজ চলছে। স্থানীয় মিত্রপুর হাইস্কুলের ওই ছাত্রের পরীক্ষার আসন পড়েছিল হিয়াতনগর হাই মাদ্রাসায়। ওই কেন্দ্রের সুপারভাইজার তথা প্রধানশিক্ষক রুহুল আমিনের দাবি, ওই মাধ্যমিক পরীক্ষার্থী ওই দিনের নির্ধারিত ভূগোল পরীক্ষায় বসেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পেশায় গ্রামীণ চিকিত্‌সক সেলিম শেখের বড় ছেলে শামিম আগের পরীক্ষাগুলি ঠিক ভাবেই দিয়েছিল। সেলিম বলেন, “অন্য দিন ভাইকে নিয়ে গেলেও শনিবার বৃষ্টি পড়ছিল বলে ছেলে একাই বাড়ি থেকে বেরিয়েছিল। পাঁচ কিলোমিটার দূরের ওই পরীক্ষাকেন্দ্রে গ্রামের অনেকেই পরীক্ষা দিতে যাচ্ছে। তাই ওদের সঙ্গ নিয়ে চলে গেলে কোনও সমস্যা হবে না ভেবেই আমি ওকে একাই যেতে দিয়েছিলাম।” কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরেও শামিম বাড়ি ফেরেনি। খোঁজখবর নিয়ে জানা যায় ছাত্রটি ওই দিন পরীক্ষাকেন্দ্রই পৌঁছয়নি। সেলিমের দাবি, “স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পেরেছি, ছেলে ভিড় বাস এড়াতে মুরারইগামী একটি গাড়িতে চালকের পাশের আসনে বসে হিয়াতনগরের গিকে চলে গিয়েছিল।” শামিমের সঙ্গে পরীক্ষাকেন্দ্রর একই ঘরে পরীক্ষা দিচ্ছে তার সহপাঠী বাপ্পা খান, জাকিম শেখ। তারা বলে, “শনিবার আবহাওয়া খারাপ ছিল। আমরা গ্রাম থেকে যখন বাসস্ট্যান্ডে পৌঁছই তখন শামিমকে দেখতে পাইনি। পরীক্ষা হলেও ও আসেনি।” আর এক পরীক্ষার্থী বেলাল শেখ বলল, “শামিম পড়াশোনায় ভালই। ক্লাসে প্রথম দশের মধ্যে স্থান। ওর মতো ছাত্রের কী হল, কিছুই বুঝতে পারছি না।” কোথাও ছেলের খোঁজ না পেয়ে শামিমের বাবা ওই দিন রাতেই প্রথমে পাইকর ফাঁড়িতে, পরে মুরারই থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ জানায়, তদন্ত চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

madhyamik candidate missing murarai shamim sekh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE