Advertisement
১৬ মে ২০২৪

মজুরি চেয়ে শ্রমিকদের ক্ষোভ

একশো দিনের কাজের প্রকল্পে পুকুর সংস্কারের কাজ করার চার মাস পরেও মজুরি না পেয়ে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিলেন শ্রমিকরা। নিতুড়িয়ার ভামুরিয়া পঞ্চায়েতে বৃহস্পতিবার দুপুরের ঘটনা। নিতুড়িয়া গ্রামের বাউরি পাড়ার কিছু শ্রমিক বকেয়া মজুরির দাবি জানান।

নিজস্ব সংবাদদাতা
নিতুড়িয়া শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৪ ০০:৫৮
Share: Save:

একশো দিনের কাজের প্রকল্পে পুকুর সংস্কারের কাজ করার চার মাস পরেও মজুরি না পেয়ে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিলেন শ্রমিকরা। নিতুড়িয়ার ভামুরিয়া পঞ্চায়েতে বৃহস্পতিবার দুপুরের ঘটনা। নিতুড়িয়া গ্রামের বাউরি পাড়ার কিছু শ্রমিক বকেয়া মজুরির দাবি জানান। তবে তাঁরা পঞ্চায়েতের কর্মীদের বাইরে বের করে দরজায় তালা ঝোলান। পঞ্চায়েতের বামফ্রন্টের প্রধান হরিপদ টুডুর সাথে চেষ্টা করেও কথা বলে যায়নি। তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। খবর পেয়ে পঞ্চায়েতে যায় নিতুড়িয়া থানার পুলিশ।

গত জুন মাসে নিতুড়িয়া গ্রামের তাঁতি পুকুর সংস্কারের কাজ করেছিলেন ওই গ্রামের প্রায় ১৫৯ জন শ্রমিক। পুকুরটির দু’টি অংশে ১১ দিন ধরে সংস্কারের কাজে মাটি কাটেন শ্রমিকরা। তাঁদের মধ্যে বিমান বাউরি, সুরেশ বাউরি, অক্ষয় বাউরিরা জানান, পুকুরে মাটি কাটার কাজ শেষে পঞ্চায়েতের তরফে মাটি কাটার পরিমাণের মাপজোক করা হয়েছিল। কিন্তু কাজ শেষের প্রায় চার মাস পেরিয়ে গেলেও মজুরি বাবদ কোনও টাকাই মেলেনি। ওই শ্রমিকদের অভিযোগ, “বিভিন্ন সময়ে মজুরি চেয়ে পঞ্চায়েতে আবেদন করার পরে প্রতিবারই দ্রুত মজুরি মিটিয়ে দেওয়ার আশ্বাস ছাড়া কিছুই মেলেনি।” এ দিন ফের মজুরি চাইতেই পঞ্চায়েতে গিয়েছিলেন শ্রমিকরা। কিন্তু সেখানে প্রধানকে না পেয়ে ক্ষোভে ফেটে পড়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা। তবে শ্রমিকদের মধ্যে বিমান বাউরি দাবি করেছেন, “প্রধানকে মোবাইলে জানিয়ছিলেন ডাকঘরে কিছু সমস্যার জন্য মজুরি দিতে সমস্যা হচ্ছে। এ নিয়ে কথা বলতেই তিনি এ দিন ব্লক অফিসে গিয়েছেন।” তাঁদের দাবি, গড়ে প্রতি শ্রমিকের ২,৫০০ টাকা মজুরি বকেয়া রয়েছে। পুজোর সময়ে টাকা মেলেনি। কালীপুজোর আগে টাকা না পাওয়া গেলে সমস্যা বাড়াবে। নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের শান্তিভূষণ যাদব বলেন, ‘‘ভামুরিয়া পঞ্চায়েতে মজুরি না পেয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাটি শুনেছি। শুধু ওই পঞ্চায়েতেই নয়, এই সমস্যা ব্লকের বিভিন্ন পঞ্চায়েতেই দেখা দিয়েছে। প্রশাসনের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে। শ্রমিকদের বকেয়া মজুরি দ্রুত মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

wages nituria labourer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE