শুক্রবার রাতে আবার বীরভূমের বগটুই গ্রামে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাত সাড়ে ৯টা নাগাদ সিবিআই-এর ডিআইজি অখিলেশ সিংহের নেতৃত্বে তদন্তকারীরা বগটুইয়ে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন। সঙ্গে রয়েছেন দমকল ও পুলিশকর্মীরা।
তদন্তকারীদের সূত্রে খবর, গত ২১ মার্চ অর্থাৎ সোমবার রাতে গ্রামে ঠিক কী ঘটেছিল, তার খোঁজেই এসেছে সিবিআই। ওই দিনের ঘটনার পর দমকল ও পুলিশকর্মীরা এসে কী দেখেছিলেন এবং তাঁরা কী কী পদক্ষেপ করেছেন, তারই পুনর্নিমাণ করতে চাইছেন তদন্তকারীরা। এ নিয়ে গ্রামবাসীদের সঙ্গেও তাঁরা কথা বলেন। সিবিআই আধিকারিকেরা যান সোনা শেখের বাড়িতেও। ওই বাড়ি থেকেই ২২ মার্চ ভোরে সাতটি দগ্ধ দেহ উদ্ধার হয়েছিল। এ ছাড়া গ্রামের বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে তল্লাশি।
শুক্রবার বিকেলে রামপুরহাট মহকুমা আদালতেও গিয়েছিলেন গোয়েন্দারা। বগটুইয়ের ঘটনায় জেল হেফাজতে থাকা অভিযুক্তদের জেরা করতে চেয়ে আবেদন করেছিল সিবিআই। তার ভিত্তিতেই ৯ জনকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।