পহেলগামের সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিধানসভার সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল। বিধানসভার ‘স্টাফ রিক্রিয়েশন ক্লাবে’র এই বার্ষিক অনুষ্ঠান নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবস্থানের প্রেক্ষিতে এই আয়োজনকে ‘অসংবেদনশীল আচরণ’ বলে তা বয়কটের কথাও জানিয়েছিলেন তিনি। বিধানসভার সচিবকে এই নিয়ে চিঠিও দিয়েছিলেন বিরোধী দলনেতা। অনুষ্ঠানের আয়োজকদের তরফে অবশ্য বলা হয়েছিল, এটা কর্মীদের পরিবারের লোকেদের বার্ষিক অনুষ্ঠান। অনেক আগেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান স্থগিত হবে না বলে বিরোধী দলনেতার চিঠির জবাবে জানিয়েছিলেন বিধানসভার সচিবও। তবে মঙ্গলবারের সন্ত্রাসবাদী হামলার পরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ দিনের অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ওই অনুষ্ঠান হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)