ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্টাংশ ঘুরতে ঘুরতে দক্ষিণবঙ্গের উপর চলে এসেছে। যদিও এখন তাতে আর তেমন শক্তি অবশিষ্ট নেই। আপাতত তা রয়েছে সাধারণ নিম্নচাপ অঞ্চল হিসাবে। এর প্রভাবে দক্ষিণের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি।
ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্টাংশ শুক্রবারই সুস্পষ্ট থেকে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছিল। তা ক্রমে উত্তর-পূর্ব দিকে এগিয়ে শনিবার থেকে দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করছে। এর সংলগ্ন ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উঁচুতে রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় এটি উত্তর-উত্তর পূর্ব দিকে এগিয়ে আরও শক্তিক্ষয় করবে। এর প্রভাবে রবিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতার কোনও কোনও অংশও ভিজতে পারে। বুধবার থেকে আবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা চলতে পারে শুক্রবার পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে রবিবার। সোমবার থেকে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন:
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং ধীরে ধীরে এ বার নামতে শুরু করবে তাপমাত্রা। আগামী দুই থেকে তিন দিনে রাতের তাপমাত্রা অন্তত দুই থেকে তিন ডিগ্রি কমবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। তার পর তাপমাত্রায় আর বড় কোনও পরিবর্তন হবে না।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি।