রোজ লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার একটি রিপোর্টে রাজ্যের স্বাস্থ্যসচিব জানিয়েছেন, শুধু গত সাতদিনে ৪৫ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে। তবে আক্রান্তের সংখ্যার তুলনায় হাসপাতালে ভর্তি হওয়ার হার এখনও বেশ কম। স্বাস্থ্যসচিবের রিপোর্ট অনুযায়ী গত সাত দিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দু’হাজার ৯২০ জন।
বৃহস্পতিবারের ওই রিপোর্টে গত ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমণের হিসেব দিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে করোনা মোকাবিলায় রাজ্য কী কী ব্যবস্থা নিয়েছে তার বিশদও জানানো হয়েছে রিপোর্টে।