প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশকে সতর্ক করল এসপিজি। নির্বাচনী প্রচারে বেশ কয়েক দফায় রাজ্যে আসতে পারেন মোদী। এর আগে মেদিনীপুর, ঠাকুরনগর এবং ময়নাগুড়ির সভার আয়োজন নিয়ে রাজ্য পুলিশের তরফে ‘অসহযোগিতা’ ছিল বলে মনে করছে এসপিজি। সেই কারণে গত বুধবার এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপের কর্তারা রাজ্য পুলিশের এসপি থেকে ডিজি পর্যন্ত অফিসারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে মোদীর নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বৈঠকে ভিআইপি নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সর্বোচ্চ কর্তাও হাজির ছিলেন।
বৈঠকে রাজ্যের পুলিশ কর্তারা প্রধানমন্ত্রীর সভার আয়োজকদের ত্রুটির কথা জানালে এসপিজি কর্তারা জানিয়ে দেন, প্রধানমন্ত্রীর সভাস্থলের পরিকাঠামো জেলাশাসককেই তৈরি করে দিতে হবে। প্রয়োজনে জেলা প্রশাসন আয়োজকদের কাছ থেকে টাকা চেয়ে নিতে পারবে। কিন্তু আয়োজকরা পারছেন না বলে চোখ বুজে থাকা চলবে না।
স্বরাষ্ট্র মন্ত্রকের বিচারে, মোদীর পরেই সবচেয়ে বেশি হামলার আশঙ্কা রয়েছে যোগী আদিত্যনাথ, অমিত শাহ, রাজনাথ সিংহ, ফারুক আবদুল্লা এবং ওমর আবদুল্লার উপর।