রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘অপারেশন সিঁদুর’কে সামনে রেখে জাতীয়তাবাদের আবেগে শাণ দিয়েছিলেন। পক্ষান্তরে, মোদী ‘সিঁদুর বিক্রি করতে এসেছেন’ বলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে বিজেপি সরকার ‘সিঁদুর-খেলা’, ‘নাটক’ করছে বলে মন্তব্য করলেন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দুর্গাপুরে দলের কর্মসূচিতে যোগ দিয়ে নরেন্দ্রনাথ বলেছেন, “বিজেপি সরকার সিঁদুর-খেলা শুরু করেছে। যুদ্ধ-যুদ্ধ খেলা। গোটটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ‘ফিটিং’ করেছে!” এই মন্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, “উনি (নরেন্দ্রনাথ) সব যখন জানেন, তখন তথ্যের উৎস, বিশ্বাসযোগ্যতা উদ্ঘাটনের জন্য এনআইএ তাঁকে হেফাজতে নিয়ে জেরা করুক।” বিধায়কের বিরুদ্ধে দেশবিরোধী বার্তা ছড়ানোর অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। নরেন্দ্রনাথের বিরুদ্ধে রানিগঞ্জ, কুলটি, আসানসোল উত্তর, দুর্গাপুর থানায় অভিযোগ করেছে বিজেপি। বিতর্কের মুখে নরেন্দ্রনাথ বলেছেন, “অপারেশন সিঁদুরের সাফল্যের কৃতিত্ব সেনাবাহিনীর। বিজেপি একে রাজনৈতিক কাজে ব্যবহার করছে।” বিজেপির ‘আচরণ’ নিয়ে একই প্রশ্ন তুলে দলের অবস্থান ব্যাখ্যা করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর বক্তব্য, “উনি ওঁর মতো বলেছেন। আমাদের নেত্রী বলেছেন, এটা যখন দেশের ব্যাপার, তখন আমরা এক কণ্ঠে কথা বলি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)