Advertisement
E-Paper

টোটো নিবন্ধনে এক টাকাও নয়, টোটোচালকদের উদ্দেশে আহ্বান শুভেন্দুর, লক্ষ্য যত্রতত্র যানজট রোখা, জানালেন পরিবহণ মন্ত্রী

শুভেন্দু মঙ্গলবার দাবি করলেন, রাজ্যের পরিবহণ আইন অনুযায়ী টোটোর নিবন্ধনের কোনও ব্যবস্থাই নেই। ই-রিক্সার নিবন্ধন হয়। তাই ‘কায়দা করে’ ই-রিক্সা অথবা টোটো লিখে দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ২২:৩৭
(বাঁ দিকে) শুভেন্দু অধিকারী এবং স্নেহাশিস চক্রবর্তী (ডান দিকে)।

(বাঁ দিকে) শুভেন্দু অধিকারী এবং স্নেহাশিস চক্রবর্তী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ই-রিক্সা ও টোটোর নিবন্ধনের সরকারি উদ্যোগের বিরোধিতা শুরু করল বিজেপি। দলের রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক ডেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার অভিযোগ করলেন, সরকারের ফাঁকা কোষাগার ভরাতে এবং তৃণমূলের সভা-মিছিলে ভিড় বাড়াতে রাজ্যের টোটোচালকদেরকে নিয়ন্ত্রণে নিতে চাইছে তৃণমূল। শুভেন্দুর অভিযোগকে নস্যাৎ করে পরিবহণমন্ত্রীর দাবি, অনিয়ন্ত্রিত ভাবে টোটো চলাচলের জেরে হওয়া যানজট রুখতেই সরকার এই ব্যবস্থা করছে। কিন্তু টোটোচালকদের উদ্দেশে বিরোধী দলনেতার আহ্বান, ‘‘কেউ নিবন্ধন করাবেন না।’’

৩০ নভেম্বরের মধ্যে রাজ্যে সব ই-রিক্সা এবং টোটোর নিবন্ধন করাতে হবে বলে জানিয়ে গত ৯ অক্টোবর নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নিবন্ধন বা নথিভুক্তি যাঁরা করাবেন না, ৩০ নভেম্বরের পরে তাঁদের টোটো আর রাস্তায় চলার অনুমতি পাবে না বলে পরিবহণ দফতর জানিয়েছে। এই সরকারি নির্দেশিকা জারি হওয়ার পাঁচ দিনের মধ্যে আসরে নামল বিরোধী দল। শুভেন্দু মঙ্গলবার দাবি করলেন, রাজ্যের পরিবহণ আইন অনুযায়ী টোটোর নিবন্ধনের কোনও ব্যবস্থাই নেই। ই-রিক্সার নিবন্ধন হয়। তাই ‘কায়দা করে’ ই-রিক্সা অথবা টোটো লিখে দেওয়া হয়েছে। শুভেন্দুর কথায়, ‘‘২০১৮-১৯ সালে আমি পরিবহণ মন্ত্রী থাকাকালীন একটা সমীক্ষা করানো হয়েছিল। তখনই সাড়ে তিন লক্ষ টোটো ছিল। পরবর্তীকালে ই-রিক্সার ধারণা এলেও, তার সংখ্যা রাজ্যে চালু থাকা টোটোর ১০ শতাংশও হবে কি না সংশয় রয়েছে। কারণ ই-রিক্সা কেনা খরচসাপেক্ষ। কুটিরশিল্পের মতো রাজ্যের আনাচেকানাচে এখন কামারশালায় টোটো তৈরি হয়। আমার ধারণা, এখন যদি প্রকৃত সমীক্ষা করা হয়, তা হলে টোটোর সংখ্যা ৫ লক্ষের কাছাকাছি হবে।’’ রাজ্য সরকার নিজের ফাঁকা কোষাগার ভরানোর জন্য টোটোচালকদের কাছ থেকে টাকা তুলতে চাইছে বলে শুভেন্দু অভিযোগ করেন। তিনি মঙ্গলবার বলেন, ‘‘৮ লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটোগুলিকে নিবন্ধনের নামে টাকা তুলতে চায়। নিবন্ধনের জন্য ১০০০ টাকা ফি নির্ধারিত করা হয়েছে। এবং প্রত্যেক মাসে ১০০ টাকা করে, মানে বছরে ১২০০ টাকা। টাকার অঙ্কটা খুব ছোট নয়।’’ শুভেন্দুর কটাক্ষ, ‘‘এখন রাজ্য সরকার মূলত মদ-নির্ভর। ২০ হাজার নতুন মদের দোকান দিয়েছে। সামনে নির্বাচন। নভেম্বর-ডিসেম্বর মাসে আবার কিছু দান-খয়রাতি করতে হবে। ১০০-২০০ টাকা ভাতা বাড়াতে হবে। খরচ আছে। তাই এই ধরনের একটা প্রক্রিয়া তারা চালু করেছে।’’

বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে টোটো নিবন্ধন করানোর তোড়জোড়ের নেপথ্যে আরও একটি উদ্দেশ্য রয়েছে বলে বিরোধী দলনেতার দাবি। তাঁর কথায়, ‘‘আগামী চার মাসের মধ্যে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হবে বা আদর্শ আচরণবিধি চালু হবে। এই সময়ে ৫ লক্ষ টোটোকে নিবন্ধনের নামে আসলে নিজেদের নিয়ন্ত্রণে আনার একটি অপচেষ্টা করা হচ্ছে।’’ তৃণমূলের সভায় বা মিছিলে আজকাল লোকজন হচ্ছে না বলে শুভেন্দুর দাবি। নিবন্ধনের মাধ্যমে টোটোচালকদের সরকারি নিয়ন্ত্রণে এনে জোর করে তাঁদের দিয়ে তৃণমূলের কর্মসূচিতে ভিড় বাড়ানোর ব্যবস্থা হবে বলেও বিরোধী দলনেতার অভিযোগ। তিনি বলেন, ‘‘আমি নিবন্ধন নিয়ে বিজেপির পক্ষ থেকে আপত্তি করছি না। আমি বলব দয়ার সাগর মুখ্যমন্ত্রী এই প্রান্তিক, অত্যন্ত হাড়ভাঙা খাটুনি, অনিশ্চিত রোজগার, প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজ করা মানুষদের ক্ষেত্রে নিবন্ধন ফি এবং মাসিক ১০০ টাকা মকুব করুন।’’

বিরোধী দলনেতার আক্রমণের জবাবে পরিবহণমন্ত্রী স্নেহাশিস বলেন, ‘‘এত দিন রাজ্যে বিভিন্ন প্রান্তে অনিয়ন্ত্রিত ভাবে টোটো চালানোর ফলে যত্রতত্র যানজট হচ্ছিল। এমতাবস্থায় ই-রিক্সার সঙ্গেই টোটোর অস্থায়ী নথিভুক্তিকরণের বন্দোবস্ত করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।’’ নিবন্ধনের জন্য নেওয়া অর্থ আসলে কোষাগার ভরানোর কৌশল বলে যে অভিযোগ শুভেন্দু করেছেন, তার জবাবে স্নেহাশিস বলেন, ‘‘পরিবহণ দফতর যে রাজস্ব পায়, তা পরিবহণ ব্যবস্থার কাজেই ফিরিয়ে দেওয়া হয়। তাই বিরোধী দলনেতা যে কথা বলছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন।’’

রাজ্য সরকার যে ব্যাখ্যাই দিক, নিবন্ধনের বিরুদ্ধে টোটোচালকদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন শুভেন্দু। তিনি মঙ্গলবার বলেন, ‘‘টোটোচালকদের বলছি, আপনারা এক টাকাও দেবেন না। যে কোনও ধরনের সাহায‍্য লাগলে বিজেপি বা বিজেপি মনোনীত বিরোধী দলনেতা আপনাদের পাশে থাকবে।’’

Toto E-rickshaw Government of West Bengal Leader of opposition Suvendu Adhikari BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy