প্রায় এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল কলকাতার তাপমাত্রা! তবে এক দিন বন্ধ থাকার পর উত্তুরে হাওয়া টের পাওয়া যাচ্ছে শহরে। সঙ্গে ঘন কুয়াশায় ঢাকল উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। হাওয়া অফিস জানিয়েছে, কোথাও কোথাও পারদ চড়লেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পারদ স্বাভাবিকের নীচে থাকবে। পাশাপাশি, ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে বেশির ভাগ জেলায়। সপ্তাহান্তে ফের তাপমাত্রা বাড়তে পারে।
জানুয়ারির প্রথম সপ্তাহেই ১০ ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার পারদ। বুধবার ভোরেও কলকাতার তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা সামান্য বেড়েছে। বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ সুস্পষ্ট হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার পর ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে এগোবে সেটি। তবে, নিম্নচাপের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের উপর পড়বে না। ফলে রাজ্য জুড়ে উত্তুরে হাওয়ার দাপট অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
শুক্রবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রাও থাকবে স্বাভাবিকের নীচে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। বৃহস্পতিবার হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ‘শীতল দিন’ (অর্থাৎ, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার কম হলে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি বা তার বেশি কম হলে) থাকতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারে নেমে যেতে পারে।
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃহস্পতি ও শুক্রবার ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ‘শীতল দিন’ থাকতে পারে।