রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি অতীত। এ বার পারদপতনের পালা। হেমন্তের মধ্যগগনেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, রাজ্যের উত্তর এবং দক্ষিণে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে শীঘ্রই। পাওয়া যাবে শীতের আমেজ।
এমনিতে সারা রাজ্যে এখন আবহাওয়া থাকবে শুকনো। কোথাও বিক্ষিপ্ত বা সামান্য বৃষ্টির সম্ভাবনাও নেই। বঙ্গোপসাগরের উপর আপাতত নেই কোনও নিম্নচাপের ভ্রুকুটি। যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা শক্তি হারিয়েছে। ফলে মৎস্যজীবীদের জন্য যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তার পরের তিন দিনে ধীরে ধীরে পারদ নামবে। তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি। কোথাও কোথাও পারদ স্বাভাবিকের নীচেও নেমে যেতে পারে।
তাপমাত্রা কমলেও ঠান্ডা এখনই পড়ছে না। উত্তুরে হাওয়াও রাজ্যে প্রবেশ করেনি। পারদ কিছুটা নামায় বাতাসে হালকা ঠান্ডার আমেজ অনুভূত হবে মাত্র। আবহাওয়া মনোরম থাকবে অধিকাংশ জেলাতেই। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি বেশি।