Advertisement
২৭ জুলাই ২০২৪
durga puja

Durga Puja 2022: ১০ দিন আগে থেকেই দশভুজার আরাধনা শুরু, কলকাতার মেয়র ঘোষণার দিনেই জানালেন মমতা

মমতার কথা অনুযায়ী, ষষ্ঠীর ১০ দিন আগে থেকে যদি পুজো শুরু হয়, তবে সেপ্টেম্বরের ২০ তারিখ থেকেই উদযাপন শুরু হওয়ার কথা।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৯:০৫
Share: Save:

ইউনেস্কোর খেতাব আগেই জয় করেছে বাংলার দুর্গোৎসব। সেই উপলক্ষে আগামী বছর ১০ দিন আগে থেকে দুর্গাপুজোর অনুষ্ঠান শুরু হবে। বৃহস্পতিবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোটে জয়ী প্রার্থীদের সঙ্গে মহারাষ্ট্র নিবাসের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলনেত্রী। সেখানেই তিনি বলেন, ‘‘আমি দেখতে চাই কলকাতা সেরা শহর হোক। পৃথিবীর মধ্যে কলকাতাকে সেরা হতে হবে। হেরিটেজের জন্য আমরা উদ্‌যাপন করব। আগামী ১০ দিন আগে থেকে শুরু হবে দুর্গাপুজোর অনুষ্ঠান।’’

গত সপ্তাহে সেরা উৎসব হিসাবে বাংলার দুর্গোৎসবকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এই তকমাকে স্মরণীয় করে রাখার জন্যই ১০ দিন আগে থেকে দুর্গাপুজোর অনুষ্ঠান উদ্‌যাপনের কথা জানান মুখ্যমন্ত্রী। আগামী বছর ১ অক্টোবর থেকে পুজো শুরু হচ্ছে। ওই দিন ষষ্ঠী। অর্থাৎ মমতার কথা অনুযায়ী, ষষ্ঠীর ১০ দিন আগে থেকে যদি পুজো শুরু হয়, তবে সেপ্টেম্বরের ২০ তারিখ থেকেই উদ্‌যাপন শুরু হওয়ার কথা।

অনেক পুজো উদ্যোক্তাও মুখ্যমন্ত্রীর ওই সিদ্ধান্তকে সমর্থন করেন। উত্তর কলকাতার এক পুজো কমিটির কর্তা বলেন, ‘‘এখন তো মহালয়ার আগে থেকেই পুজোর অনুষ্ঠান শুরু হয়ে যায়। ইউনেস্কোর সম্মানকে মনে রাখার জন্য মুখ্যমন্ত্রী যদি আরও আগে উদ্‌যাপন করতে বলেন তাতে আমাদের আপত্তি নেই। তা ছাড়া আমারও চাইছিলাম এই উৎসবকে আরও বড় করে পালন করতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE