মৃত সরকারি কর্মীদের পরিবারের নির্ভরশীল সদস্যদের পেনশনের ক্ষেত্রে বড়সড় পদেক্ষপ করল রাজ্য সরকার। বুধবার নবান্ন থেকে অর্থ দফতররে পেনশন বিভাগ এক বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ পে কমিশনের সুপারিশ মেনে মৃত সরকারি কর্মচারীর নির্ভরশীলদের পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই পেনশনের আওতায় কারা আসবেন, তা-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রয়াত সরকারি কর্মীর মা, বাবা, অবিবাহিত বোন, বিধবা স্ত্রী ও ২৫ বছর বয়সের ঊর্ধ্বের ডিভোর্স হয়ে যাওয়া বোনের ক্ষেত্রে নতুন এই পেনশন কার্যকর হবে। তবে সবক’টি ক্ষেত্রই সরকার খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। সরকারি এই সিদ্ধান্তে পাওনা বাড়ছে প্রায় তিনগুণ।