হাওড়া ও শিয়ালদহ শাখার যাত্রী পরিবহণ ও আয়ের নিরিখে পূর্ব রেল শীর্ষে বলে দাবি করলেন রেল কর্তারা। ২০ নভেম্বর পর্যন্ত চলা রেল মন্ত্রকের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে বলে তাঁদের দাবি। রেল সূত্রের খবর, এ বছর পূর্ব রেল ২.০৬ কোটি অতিরিক্ত যাত্রী বহন করে আয় করেছে ১৫.৫২ কোটি টাকা।
পাঁচ বছরে যাত্রী পরিবহণ করে রেলের এত টাকা আয় এই প্রথম। এ দিকে শীত পড়তেই শুরু হয়ে গিয়েছে বেড়ানো। বাড়ছে দালালদের দৌরাত্ম্যও। রেলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে তাই শিয়ালদহ শাখায় দালাল পাকড়াও অভিযানে নেমেছে আরপিএফ। আরপিএফ সূত্রের খবর, দমদম জংশনের সংরক্ষিত টিকিট বুকিং কাউন্টারের আশপাশে দালালদের আনাগোনার খবরে দিন কয়েক আগে ইনস্পেক্টর কৃষ্ণপদ পালের নেতৃত্বে একটি দল গিয়ে হাতেনাতে ধরে সম্বিত বিশ্বাস নামে এক দালালকে। অন্য দিকে, শুক্রবার ফেয়ারলি প্লেস থেকে ব্যাগ চোর সন্দেহে এক যুবককে ধরেছে রেলরক্ষী বাহিনী।