বছরভর নানা রাজ্যে গণধর্ষিত হওয়ার পরে দিল্লিতে পাওয়া গিয়েছে ডায়মন্ড হারবারের কিশোরী আয়েশা (পরিবর্তিত নাম)-কে। আর দিল্লির পাচার হয়ে যাওয়া তিন তরুণীকে উদ্ধার করা হল শিলিগুড়িতে।
তিন তরুণীকে যে-ঘরে আটকে রাখা হয়েছিল, একটি মেয়ে মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ করে দাদাকে সেই ঘরের ছবি পাঠিয়েছিলেন। আর সূত্র ধরেই শিলিগুড়ি থেকে উদ্ধার করা হয় তিন তরুণীকে। তাঁদের বয়স ২১ থেকে ২৭। তরুণীদের খোঁজে বুধবার শিলিগুড়ির বিভিন্ন বার-এ অভিযান চালানো হয়। এক তরুণী সেই ঘর থেকে কোনও ভাবে বেরিয়ে এসে দাদাকে ঘরটির ছবি পাঠান। কোনও পাচারকারী ধরা পড়েনি।
তিন তরুণীর এক জন দিল্লি হাইকোর্টের এক আইনজীবীর বোন। পুলিশের কাছে দেওয়া বয়ানে ওই তরুণীরা জানান, কয়েক মাস আগে এক দিল্লির ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার এক তরুণীর সঙ্গে তাঁদের পরিচয় হয়। সেই তরুণীই একটি বড় ইভেন্টে কাজের সুযোগ আছে বলে তাঁদের আশ্বাস দেন এবং পরিচয় করিয়ে দেন এক যুবকের সঙ্গে। অভিযোগ, এক মাসের জন্য প্রত্যেককে ৪০ হাজার টাকা দেওয়ার চুক্তিতে ওই তিন তরুণীকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়।