রাত পার হতেই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন। এই ভোট ঘিরে শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
মাটিগাড়া নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র মিলিয়েই মূলত মহকুমা পরিষদের নির্বাচন। রাজ্য পুলিশের তত্ত্বাবধানে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর বুথগুলির মধ্যে অন্যতম ফাঁসিদেওয়া ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের নিকরগছ, গোয়ালগছ, জাকির গছ, ফকির গছ এবং চুনিয়াটুল এলাকা। এই পাঁচটি গ্রাম সীমান্তের একেবারে লাগোয়া অঞ্চলে রয়েছে। এই পাঁচ গ্রামের ভোট হবে নিকরগছ প্রাথমিক বিদ্যালয়ে। ইতিমধ্যেই ভোটকর্মীরা সেখানে পৌঁছে গিয়েছেন। চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। সব কিছু সরেজমিনে বুঝে নিচ্ছেন তাঁরা।