সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছিলেন নিত্যযাত্রীরা। কয়েক ঘণ্টা পর সেই ছবি কিছুটা বদলাল। দুপুর পেরোতেই ঝেঁপে বৃষ্টি নামল শহরে। স্বস্তির বৃষ্টি!
এ বছর সময়ের আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের এখনও কোনও নামগন্ধ নেই। মাঝে কয়েক দিন ঝড়বৃষ্টি হলেও ফের ভ্যাপসা গরমে নাজেহাল দশা শহরবাসীর। সেই আবহে আলিপুর জানিয়েছে, চলতি সপ্তাহে ফের সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু। আবহাওয়ার মতিগতিও বদলাতে পারে শীঘ্রই। এর প্রভাবে চলতি সপ্তাহ থেকেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে।
হাওয়া অফিস জানিয়েছে, সাধারণত জুনের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে বর্ষা ঢুকে যায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু এ বার ১০ তারিখ পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনও পূর্বাভাস দেখা যাচ্ছে না। তবে ১৪ জুন, শনিবার মৌসুমি বায়ু আবার কিছুটা গতি পেতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু শনিবার মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়বে। আগামী দু’দিনে মধ্য ভারত এবং পূর্ব ভারতের কিছু অংশে মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিবেশও তৈরি হতে চলেছে। তা ছাড়া, মৌসুমি অক্ষরেখা ওড়িশা, ছত্তীসগঢ় হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে পশ্চিম ভারতে মৌসুমি অক্ষরেখার অনুকূল পরিস্থিতির কথা জানালেও দেশের পূর্ব অংশে কবে তা সচল হবে, সেই নিয়ে এখনও কোনও পূর্বাভাস নেই ভারতের আবহাওয়া দফতরের।
আরও পড়ুন:
চলতি সপ্তাহে কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। একই সঙ্গে থাকবে ভ্যাপসা গরমও। বুধবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সেগুলি হল পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ। ওই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে সন্ধ্যার পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়াতেও। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
উত্তরবঙ্গে চিত্রটা খানিক অন্য রকম। সেখানে সপ্তাহভর বেশ ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর। বুধবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি— এই পাঁচ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার থেকে শুরু হবে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার)। তার পর থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে একটানা ভারী বৃষ্টি চলবে।