Advertisement
E-Paper

তৃণমূল কাউন্সিলরের রহস্যজনক মৃত্যু, প্রবল চাঞ্চল্য দক্ষিণ দমদমে

দক্ষিণ দমদমের ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দত্ত রহস্যজনক ভাবে মারা গিয়েছেন। বিষয়টি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৭ ১৮:২৭
সঞ্চিতা দত্ত। ছবি সৌজন্য: ফেসবুক।

সঞ্চিতা দত্ত। ছবি সৌজন্য: ফেসবুক।

রহস্যজনক মৃত্যু তৃণমূলের মহিলা কাউন্সিলরের। আর সেই মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য দক্ষিণ দমদম পৌর এলাকায়। ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দত্ত (৩৪) আজ নিজের বাড়িতেই রহস্যজনক ভাবে মারা গিয়েছেন বলে খবর। যদিও মৃত্যুর সময়, স্থান এবং কারণ সম্পর্কে পুলিশ এখনও কিছু জানায়নি। তবে স্থানীয় সূত্রের খবর, সকালেও নিজের ওয়ার্ডে স্বাস্থ্য কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সঞ্চিতা। দুপুরে পরিজনরা তাঁকে নিয়ে যান আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা সঞ্চিতাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১০টা নাগাদও ৩২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি প্রতিরোধ সংক্রান্ত কাজে ব্যস্ত ছিলেন কাউন্সিলর সঞ্চিতা দত্ত। বাড়ি ফেরার পর ঠিক কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্চিতা দত্তের পরিজনরাই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাসপাতালের তরফ থেকে দুপুর ২টো ১৫ নাগাদ টালা থানায় ফোন করে কাউন্সিলরের মৃত্যুর খবর জানানো হয়। রহস্যজনক মৃত্যু হওয়ায় দেহ ময়না তদন্তেও পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: বাড়িতে পুলিশ, ঘর ছাড়লেন ছেলে-বৌমা

সঞ্চিতার মৃত্যুর খবরে গোটা দক্ষিণ দমদম পৌরসভা এলাকাতেই চা়ঞ্চল্য ছড়ায়। এলাকার তৃণমূল নেতা-কর্মীদের কাছে বেশ অপ্রত্যাশিতই ছিল এই ঘটনা। খবর পেয়েই শ’য়ে শ’য়ে তৃণমূল কর্মী হাসপাতাল চত্বরে ভিড় জমাতে শুরু করেন। দক্ষিণ দমদম এবং লাগোয়া এলাকাগুলির নেতা-কাউন্সিলর-বিধায়করা দ্রুত আর জি কর হাসপাতালে পৌঁছন।

আরও পড়ুন: গুরুঙ্গদের সিকিমের মদত, নালিশের পথে নবান্ন

ময়না তদন্তের রিপোর্ট এখনও আসেনি। তাই মৃত্যুর কারণ হাসপাতাল বা পুলিশের তরফে জানানো হয়নি। মৃতার বাবা আর এন গিরি ডানকুনিতে থাকেন। অঘটনের খবর পেয়েই তিনি আর জি করের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তবে মাঝপথেই তিনি জানতে পারেন, সঞ্চিতা আর নেই। ‘‘এ রকম কোনও কিছু ঘটবে, কখনও ভাবতেই পারিনি। কী করে এমন হল, কিছুতেই বুঝতে পারছি না।’’ বলছেন সঞ্চিতা দত্তর বাবা।

Sanchita Dutta Councillor tmc South Dumdum Municipality Unnatural Death Mysterious Death সঞ্চিতা দত্ত দক্ষিণ দমদম
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy