ভরতপুর থানার ওসি-কে হুমকি দিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের রোষানলে পড়তে পারেন বিধায়ক হুমায়ুন কবীর। সূত্রের খবর, থানার আধিকারিককে হুমকি দেওয়ার কারণে তাঁকে ডেকে পাঠানো হয়েছে কলকাতায়। সঙ্গে ডাকা হয়েছে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভানেত্রী শাওনী সিংহ রায়কেও। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে গিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন গোয়ায়। তাঁদের অনুপস্থিতিতে দলের এক শীর্ষ নেতা তাঁদের সঙ্গে বৈঠক করবেন। সঙ্গে হুমায়ুন কেন থানার ওসি-কে এ ভাবে হুমকি দিয়েছেন, তাও জানতে চাওয়া হবে। পাশাপাশি, হুমায়ুনকে দলের শাস্তির মুখেও পড়তে হতে পারে। দলীয় নেতৃত্বের তলবে কলকাতায় আসার কথা স্বীকার করে নিলেও, হুমায়ুন প্রসঙ্গে মুখ খুলতে চাননি জেলা সভানেত্রী শাওনী। তাঁর কথায়, ‘‘হুমায়ুনকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দলের রাজ্য নেতৃত্ব নেবে।’’ সূত্রের খবর, মমতা-অভিষেক কলকাতায় ফিরলেই হুমায়ুনকে নিয়ে দলীয় সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে।