Advertisement
০৪ মে ২০২৪
Abhishek Banerjee

‘১০০ দিনের কাজের টাকা বাংলাকে দিচ্ছে না কেন্দ্র’, সংসদে অভিষেকের দাবি পাওনা ৫৪৩৩ কোটি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত অগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে জানিয়েছিলেন, ১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া পাওনার পরিমাণ ৬,৫৬১ কোটি টাকা।

কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ অভিষেকের।

কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ অভিষেকের। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ২২:১৯
Share: Save:

বাংলায় গ্রামোন্নয়ন প্রকল্পের টাকা দিচ্ছে না নরেন্দ্র মোদী সরকার। বুধবার লোকসভায় এই অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যের পাওনা ৫,৪৩৩ কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে।’’

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির পেশ করা পরিসংখ্যানের সূত্র ধরে লোকসভায় অভিষেক বলেন, ‘‘মনরেগা প্রকল্পে (১০০ দিনের কাজ) কেন্দ্রের কাছে রাজ্যগুলির পাওনা ১০,১৬২ কোটি টাকা। এর মধ্যে বাংলার বকেয়া ৫,৪৩৩ কোটি টাকা। অর্থাৎ, মোট অঙ্কের ৫০ শতাংশেরও বেশি।’’

১০০ দিনের কাজের প্রকল্পে পাওনা নিয়ে গত এক বছর ধরেই কেন্দ্র-রাজ্য টানাপড়েন চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত অগস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানিয়েছিলেন, ১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া পাওনার পরিমাণ ৬,৫৬১ কোটি টাকা। চলতি শীতকালীন অধিবেশনের গোড়ায় তৃণমূল সাংসদ সৌগত রায় লোকসভায় অভিযোগ তুলেছিলেন, পশ্চিমবঙ্গের বকেয়া অর্থের পরিমাণ ৭,৩০০ কোটি টাকায় পৌঁছেছে।

কিন্তু সেই অভিযোগ কার্যত নস্যাৎ করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ জানিয়েছিলেন, ১০০ দিনের কাজে পশ্চিমবঙ্গের বকেয়া রয়েছে ৩,২০২ কোটি টাকা। এর মধ্যে মজুরি বাবদ পাওনার পরিমাণ ২,৭৪৪ কোটি টাকা। বাকিটা যন্ত্রপাতি ও সরঞ্জামের জন্য।

১০০ দিনের কাজের প্রকল্পের পাওনা নিয়ে কেন্দ্র-রাজ্য চাপান-উতোরের মধ্যেই বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটারে লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকার জালিয়াতি করে অতিরিক্ত মজুরি দেখিয়ে এই অঙ্ক (পাওনার) বাড়িয়েছে। যার পরিমাণ ১,০০০ কোটি টাকা। জাল জব কার্ড ব্যবহার করে মনরেগা প্রকল্পের টাকা আত্মসাৎ করা হচ্ছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূলের জমানায় জাল জব কার্ডের সংখ্যায় বাংলা দেশের মধ্যে প্রথম স্থানে। ইতিমধ্যে ৪ লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE