উত্তরপাড়ার তৃণমূল বিধায়ককে শোকজ করল তৃণমূল। সোমবার পুড়শুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তাঁর অনুপস্থিতি নজর পড়েছিল। কোনও সাফাই না দিয়েই তিনি জানিয়েছিলেন, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন। এদিন কোন্নগর সুইমিং পুলে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক জানিয়ে দিলেন, হুগলি জেলা তৃণমূলের মুখপাত্র ও কোর কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছেন। সঙ্গে দলের কর্মপদ্ধতিরও সমালোচনা করেন। এর কিছু পরেই প্রবীরকে শোকজ করল তৃণমূল, সঙ্গে দল প্রসঙ্গে নানা নেতিবাচক মন্তব্যের প্রেক্ষিতে সতর্কও করা হল তাঁকে।
গত কয়েক মাস ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল প্রবীরের। মাঝে মধ্যে দলীয় অবস্থানের বিরুদ্ধে মুখ খুলে দলের বিড়ম্বনা বাড়াচ্ছিলেন তিনি। এ দিন অবশ্য কোনও রাখঢাক না করেই একের পর এক দলীয় সিদ্ধান্তকে কাঠগড়ায় তোলেন প্রবীর। তিনি বলেন, ‘‘ভাল মানুষরা দলে থেকে কাজ না করতে পেরে একে একে দল ছেড়ে চলে যাচ্ছেন। আমিও একাধিকবার বলেও কোনও সুরাহা হয়নি। তাই আমি আজ দলের দেওয়া পদ ছাড়ার কথা ঘোষণা করছি।’’ প্রবীর আরও বলেছেন, ‘‘এক সময় বিধায়ক পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু পরে ভেবে দেখেছি, বিধায়ক না থাকলে স্থানীয় মানুষ নানা অসুবিধায় পড়বেন। সে কথা চিন্তা করেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছি না।’’
দলীয় পদ থেকে তিনি ইস্তফা দিলেও, সাধারণ সদস্য হিসেবেই কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। অভিযোগের সুরে প্রবীর বলেন, ‘‘দলের মধ্যে থেকেই আমাকে হারানোর চেষ্টা হচ্ছে। লোকসভা ভোটে আমরা অন্তর্কলহের কারণে হুগলি আসন হেরে যাই। দলের অন্দরে বলেও কোনও লাভ হয়নি।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রবীরবাবুর সর্ম্পক দীর্ঘদিনের। সে কথা স্মরণ করে তিনি বলেন, ‘‘যেদিন লক্ষ্মীরতন শুক্ল মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন, সেদিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ফোনে কথা হয়। তাঁকেও আমি সমস্যার কথা জানাই। তিনি বলেন, অন্য আসন থেকে দাঁড়ানোর কথা। আমি তাঁকে জানাই, আমি উত্তরপাড়ার ভূমিপুত্র। দাঁড়ালে এখান থেকেই দাঁড়াব, নাহলে কোনও জায়গা থেকে নয়।’’