মেট্রোর সঙ্গে যুক্ত হবে সরকারি বাস পরিষেবা। প্রশাসনিক ভাবে এই পদ্ধতির নাম দেওয়া হবে ‘ফিডার সিস্টেম’। শনিবার রাজ্যের পরিবহণ ব্যবস্থা তথা যানজট প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘মেট্রো স্টেশনগুলিতে আমরা ফিডার সার্ভিস দেব। অর্থাৎ মেট্রো স্টেশনগুলিতে আমাদের যাত্রীরা বাসে এসে নামবেন। আবার ফেরার ক্ষেত্রেও একই ব্যবস্থা থাকবে। মুম্বই শহরেও এই ধরনের বাস সার্ভিস আছে। ফলে সেখানে লোকাল ট্রেনে করে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। মানুষকে মেট্রো পরিষেবার কাছাকাছি পৌঁছে দিতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘ব্যারাকপুর থেকে ‘ফিডার’ সার্ভিস থাকবে। কামারহাটির ভিতরের এলাকা দিয়ে ‘ফিডার’ সার্ভিস থাকবে দক্ষিণেশ্বর পর্যন্ত। সেই রকম মেট্রো রেল জুড়ে ‘ফিডার’ সার্ভিস থাকবে। বাস বা অটো মারফত এই ‘ফিডার’ পরিষেবা থাকেব। ২০৩০ সালের মধ্যে শহরের সব বাস যেমন ব্যাটারি পরিচালিত হয়ে যাবে। তেমনই, সেগুলিকে মেট্রো স্টেশনগুলির সঙ্গে জুড়েও দেওয়া হবে।’’