Advertisement
E-Paper

আইআইএম জোকায় ‘ধর্ষণ’-তদন্ত। রাধিকা-হত্যা। ভারত-ইংল্যান্ড টেস্ট। উইম্বলডন ফাইনাল। আর কী কী

বিচারক অভিযুক্ত ছাত্রকে আগামী শনিবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এই ঘটনার তদন্ত কোন দিকে এগোয়, সে দিকে আজ নজর থাকবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ০৭:৫২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আইআইএম জোকার বয়েজ় হস্টেলে বেহুঁশ করে ধর্ষণ করেছেন কেন্দ্রীয় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্র! পুলিশের কাছে জমা দেওয়া লিখিত বয়ানে এমনই অভিযোগ করেছিলেন ‘নির্যাতিতা’ তরুণী। তবে তাঁর বাবা দাবি করেন, মেয়ের উপর কোনও অত্যাচার হয়নি। কেউ খারাপ ব্যবহারও করেনি। অবশ্য আদালতে গিয়ে এমনটা জানাননি তিনি। যা বলেছেন সমস্তটাই সংবাদমাধ্যমকে। বিচারক অভিযুক্ত ছাত্রকে আগামী শনিবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এই ঘটনার তদন্ত কোন দিকে এগোয়, সে দিকে আজ নজর থাকবে।

প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছিল, রাধিকা যাদবের নিজস্ব টেনিস অ্যাকাডেমি রয়েছে। আর সেই অ্যাকাডেমি নিয়েই বাবা এবং মেয়ের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল। কিন্তু তদন্তে নেমে গুরুগ্রাম পুলিশ জানতে পেরেছে, রাধিকার নিজস্ব কোনও অ্যাকাডেমি ছিল‌ই না। ছোট ছোট ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এক এক জায়গায় টেনিস কোর্ট ভাড়া নিতেন। আর তাতেই না কি আপত্তি ছিল রাধিকার বাবা দীপক যাদবের। সেই নিয়েই কি বাবা-মেয়ের বচসা? আর তার জেরেই কি খুন? তদন্তে পুলিশ।

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টি চলবে। রবিবার ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়ায়। বাকি জেলায় ঝড়বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। রবিবার উত্তরের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি।

ফরাসি ওপেনের ফাইনালের রিপ্লে আজ উইম্বলডনের ফাইনালে। মুখোমুখি পুরুষদের শীর্ষ বাছাই ইয়ানিক সিনার ও দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ়। সিনারের কাছে সুযোগ ফরাসি ওপেনের ফাইনালের বদলা নেওয়ার। প্রথম বার উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাঁর সামনে। অন্য দিকে আলকারাজ়ের সামনে উইম্বলডন জয়ের হ্যাটট্রিকের সুযোগ। আজ সন্ধ্যা সাড়ে ৮টা থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

লর্ডসে প্রথম ইনিংসে ৩৮৭ রান করেছে ইংল্যান্ড। জবাবে ভারতের প্রথম ইনিংসও শেষ ৩৮৭ রানে। দু’দলের মধ্যে টান টান লড়াই হচ্ছে। আজ চতুর্থ দিনের খেলা। সিরিজ়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দু’দল। আজ দুপুর সাড়ে ৩টে থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আজ ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের চেলসি ও ফ্রান্সের প্যারিস সঁ জরমঁ। দুই দলই এই প্রতিযোগিতায় ভাল ফর্মে রয়েছে। বিশেষ করে পিএসজি সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে ফাইনালে উঠেছে। আমেরিকার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে খেলা। ৮২,৫০০ দর্শকাসনের স্টেডিয়ামে বিশ্বের সেরা ক্লাব হওয়ার লক্ষ্যে নামবে দুই দল। আজ খেলা শুরু রাত সাড়ে ১২টা থেকে।

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ডে টেস্ট সিরিজ়ের শুরুটা ভাল হয়নি বৈভব সূর্যবংশীর। দুই টেস্টের সিরিজ়ের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪ রানে আউট হয়েছে সে। বৈভব ব্যর্থ হলেও শতরান করেছেন অধিনায়ক আয়ুষ মাত্রে। ভারত-ইংল্যান্ড ছোটদের চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন আজ। খেলা শুরু দুপুর সাড়ে ৩টে থেকে।

News of the Day Wimbledon 2025 Kolkata Weather India vs England 2025 IIM Joka
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy