Advertisement
E-Paper

ট্যাংরাকাণ্ড: কী বলছে লালবাজারের তদন্ত। প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’। সিপিএমের রাজ্য সম্মেলন। আর কী

মঙ্গলবার বেলার দিকেই ‘খুন’ হয়েছিলেন সুদেষ্ণা দে, রোমি দে এবং প্রিয়ম্বদা দে। এমনটাই জানিয়েছে তদন্তকারীদের একটি সূত্র। সব প্রশ্নের জবাব পেতে প্রণয়ের পরে প্রসূনের বয়ান পেতে চাইছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৯

—ফাইল চিত্র।

ট্যাংরাকাণ্ড: দে ভাইয়েরা বাড়ি ছাড়ার আগের ঘটনাক্রম, কী জানতে পারল লালবাজার

ময়নাতদন্তের রিপোর্টের সঙ্গে মিলে যাচ্ছে প্রণয় দে-র দাবি। মঙ্গলবার বেলার দিকেই ‘খুন’ হয়েছিলেন সুদেষ্ণা দে, রোমি দে এবং প্রিয়ম্বদা দে। এমনটাই জানিয়েছে তদন্তকারীদের একটি সূত্র। অথচ পাশের বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়েছে, মঙ্গলবার রাত ১২টা ৫১ মিনিট নাগাদ ট্যাংরার অটল শূর রোডের বাড়ি থেকে কিশোর প্রতীপকে নিয়ে বেরিয়ে গিয়েছিলেন দুই ভাই প্রণয় এবং প্রসূন দে। মাঝে ওই সময়ে কী চলেছিল দে বাড়ির অন্দরে? বাড়িতে তিন মহিলার দেহ নিয়েই কি বেলা থেকে রাত পর্যন্ত কাটিয়েছিলেন বাকি তিন সদস্য? এ সব প্রশ্নের জবাব পেতে প্রণয়ের পরে প্রসূনের বয়ান পেতে চাইছেন তদন্তকারীরা। ট্যাংরাকাণ্ডের তদন্ত কোন পথে, আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ কর্মসূচি

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ কর্মসূচি রয়েছে। প্রতি মাসের শেষ রবিবার তিনি সকাল ১১টা নাগাদ ‘মনের কথা’ বলেন। আজকের কর্মসূচিতে প্রধানমন্ত্রী কোন কোন বিষয় নিয়ে কথা বলেন, নজর থাকবে সে দিকে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ডানকুনিতে সিপিএমের রাজ্য সম্মেলন: দ্বিতীয় দিন

২০২৬ সালের বিধানসভা ভোটে শূন্যদশা কাটানোর লক্ষ্যে সিপিএমের রাজ্য সম্মেলন শুরু হয়েছে শনিবার থেকে। ডানকুনিতে এই সম্মেলন চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। আজও দুপুরে হবে প্রকাশ্য সমাবেশ। সম্মেলন থেকে যে রাজ্য কমিটি তৈরি হবে, তার নেতৃত্বেই পরের বছর বিধানসভা ভোটে লড়বে আলিমুদ্দিন স্ট্রিট। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরে।

বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল গঠন করতে চাইছে। অপর সামাজিক মঞ্চ জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মিলিত ভাবে রাজনৈতিক আত্মপ্রকাশ করতে উদ্যোগী হয়েছে তারা। কোন পক্ষের কারা কোন সাংগঠনিক পদে থাকবেন, তা নিয়ে আলোচনা চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির। এর মধ্যে বাংলাদেশে নির্বাচনের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। বিএনপি শনিবারও সওয়াল করেছে, দ্রুত ‘জনগণের সরকার প্রতিষ্ঠা’র জন্য। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর কথায়, ‘‘আমরা সংস্কারও চাই, জনগণের সরকারও চাই।’’ তাঁর বক্তব্য, সংস্কার করে যেন বাংলাদেশবাসীকে জনগণের সরকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা না হয়। এ অবস্থায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

কলকাতা-সহ আরও কিছু জেলায় বৃষ্টি হতে পারে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা এবং নাগাল্যান্ডে। এ ছাড়া একটি অক্ষরেখা বিস্তৃত ছত্তীসগঢ় পর্যন্ত। উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে এগোচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা। এর ফলেই দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।

News of the Day Tangra Murder Case PM Narendra Modi CPIM Bangladesh Situation Alipore Weather Office
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy