দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর। সোমবার রাত ১২টার পরেই ‘ফ্রিজ়’ হচ্ছে ভোটারতালিকা। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সাংবাদিক বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সিইও দফতর সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৪টেয় সর্বদলীয় বৈঠক হবে।
বঙ্গোপসাগরের উপর দিয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোন্থা। আজ সকালে ‘প্রবল’ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা। রাতেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। উত্তরবঙ্গের দুই জেলা, দার্জিলিং এবং কালিম্পঙে মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
সুপার কাপ ফুটবলে আজ আবার নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়িন। খেলা বিকেল ৪:৩০ থেকে। মোহনবাগানকে খেলতে হবে ডেম্পোর বিরুদ্ধে। এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। প্রথম ম্যাচে ডেম্পোর সঙ্গে ড্র করেছিল ইস্টবেঙ্গল। আজ পয়েন্ট নষ্ট করলে চাপ বাড়বে লাল-হলুদের। আজ জিতলে মোহনবাগান অনেকটাই সুবিধাজনক জায়গায় থাকবে। ইস্টবেঙ্গলের খেলা দেখা যাবে ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলে। মোহনবাগানের খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
পরশু মহিলাদের বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে ভারত। সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের দলের সামনে অস্ট্রেলিয়া। রাউন্ড রবিন লিগে অস্ট্রেলিয়াই একমাত্র দল, যারা অপরাজিত। প্রায় অপ্রতিরোধ্য দেখাচ্ছে অসিদের। তাদের মোকাবিলা করার জন্য কী ভাবে তৈরি হচ্ছে ভারত? ভারতীয় শিবিরের সব খবর।
কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। এশিয়া সেরা হওয়ার পর এটিই ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে নামবে ভারত। সিরিজ় শুরুর আগে ভারতীয় দলের সব খবর।