নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। গত শুক্রবার ওই কিশোরীর অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়েছিল নিউ টাউনের এক জঙ্গল এলাকা থেকে। রবিবার এই ঘটনায় অভিযুক্ত টোটোচালককে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, নাবালিকার যৌন হেনস্থা করেছেন তিনি। তার পর তাঁকে খুন করে দেহ ফেলে দিয়েছেন জঙ্গলে।
শুক্রবার বেলার দিকে নিউ টাউনের লোহার ব্রিজের কাছে জঙ্গল এলাকা থেকে উদ্ধার করা হয় কিশোরীর দেহ। স্থানীয়েরাই দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিয়েছিলেন। কিশোরীর নাম বা পরিচয় কিছুই তখন জানা যায়নি। সে অর্ধনগ্ন অবস্থায় ছিল। ফলে অনুমান করা হয়, সে যৌন নিগ্রহের শিকার হয়েছে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরীর বয়স ১৬ বছর। তার সঙ্গে কী ঘটেছিল জানার জন্য লোহার ব্রিজের আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখান থেকেই অভিযুক্তকে শনাক্ত করা হয়। দু’দিন তাঁর খোঁজে তল্লাশি চালানোর পর অবশেষে রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে সেই টোটোচালককে।
কী ভাবে কিশোরীর সঙ্গে অভিযুক্তের পরিচয় ঘটল, তাঁরা আগে থেকে পরিচিত ছিলেন কি না, কেন কিশোরীকে খুন করা হল, জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পকসো আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।