Advertisement
২৪ এপ্রিল ২০২৪

নদীর জল কখন কতটা বাড়ল, কোথায় পাড় কতটা ভাঙল ধরা পড়বে ক্যামেরায়

বর্ষার আগেই জলসম্পদ ভবন, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ ও নবান্নে বড় এলইডি স্ক্রিন লাগাবে সেচ দফতর। নদীর জলস্তরের হ্রাস-বৃদ্ধির ‘লাইভ’ ছবি দেখা যাবে পর্দায়।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ১৬:০০
Share: Save:

এত দিন নদীর জল কখন কতটা বাড়ল, কোথায় পাড় কতটা ভাঙল, তা জানার জন্য ফোন আর রিপোর্টের অপেক্ষা করতে হতো। এ বার নদীর জল কোথায় কী ভাবে বাড়ছে, পাড় ভাঙছে কেমন করে, তা সরাসরি দেখাবে নদীতীরে লাগানো ক্যামেরা।

বর্ষার আগেই জলসম্পদ ভবন, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ ও নবান্নে বড় এলইডি স্ক্রিন লাগাবে সেচ দফতর। নদীর জলস্তরের হ্রাস-বৃদ্ধির ‘লাইভ’ ছবি দেখা যাবে পর্দায়। সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সোমবার ডিভিসি, কেন্দ্রীয় জল কমিশন (সিউব্লিউসি), আবহাওয়া দফতর, অন্যান্য দফতরের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ‘‘সিউব্লিউসি পুরোপুরি সক্রিয় নয়। বিষয়টি মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে জানাব। এই শুখা মরসুমে তেনুঘাটের জল ছাড়ার ব্যাপারে ঝাড়খণ্ডের সঙ্গে ডিভিসি ও সেচ দফতরকে কথা বলতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE