মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্যারেজ প্রকল্পের মধ্যে লোহার সরঞ্জাম চুরি করতে গিয়ে সিআইএসএফ-এর হাতে ধরা পড়ল দু’জন। তাদের জিজ্ঞাসাবাদ করার পর স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে সিআইএসএফ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে সিআইএসএফ।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ফরাক্কা ব্যারেজ প্রকল্পের মধ্যে ৩ জন সন্দেহভাজনকে দেখেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। তাদের পিছনে ধাওয়া করলে তাদের মধ্যে দু’জন ব্যারেজের পাশে ফিডার ক্যানেলের জলে ঝাঁপ দেয় এবং অন্য একজন বাইক নিয়ে পালিয়ে যায়।