ভবিষ্যৎ বাঁচাতেই পরিবেশ রক্ষা করাটা জরুরি। ৪০০ কিলোমিটার সাইকেল চালিয়ে এই বার্তাই দিলেন হুগলি জেলার উত্তরপাড়ার বিবর্ত ক্লাবের দশ সদস্য। এই উদ্যোগে তাঁদের মাধ্যম ছিল ‘সেভ নেচার সেভ ফিউচার’ এই স্লোগানও।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃতিকে বাঁচানোর বার্তা নিয়ে গত ৫ ডিসেম্বর উত্তরপাড়া থেকে বাঁকুড়ার উদ্দেশে সাইকেলে রওনা দেন তাঁদের দশ জন সদস্য। সাইকেল চালিয়েই তাঁরা পৌঁছে যান শুশুনিয়া পাহাড়ে। ওই দীর্ঘপথে বহু মানুষজনের সঙ্গে সদস্যদের কথাবার্তা হয়েছে। যাতায়াতের পথে প্রায় প্রত্যেককেই পরিবেশ বাঁচানোর বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন ওই সদস্যরা।
এই অভিযানে শুশুনিয়ায় পৌঁছে সেখানেও প্রকৃতিকে রক্ষা বার্তা দিয়েছেন বিবর্তের সদস্যরা। শুধু তা-ই নয়, ওই পাহাড়ে পিকনিক করতে বা ঘুরতে যাওয়া মানুষজনের ফেলে যাওয়া প্লাস্টিক-জঞ্জাল কুড়়িয়েও তুলে ওই এলাকার সাফাই করেছেন তাঁরা। এর পর সেই জঞ্জাল জমা দিয়েছেন স্থানীয় বন দফতরের অফিসে।