E-Paper

গাড়ির স্বাস্থ্য পরীক্ষায় জোর, নজর লাইসেন্সেও

‘পশ্চিমবঙ্গ মোটর ভেহিক্‌ল টেকনিক্যাল অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সাধারণ সভা উপলক্ষে পথ-নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৪
পথ-নিরাপত্তা সুনিশ্চিত করতে গাড়ি পরীক্ষা করানো ছাড়াও সচেতনতা তৈরির উপরে বিশেষ জোর দেওয়া হবে।

পথ-নিরাপত্তা সুনিশ্চিত করতে গাড়ি পরীক্ষা করানো ছাড়াও সচেতনতা তৈরির উপরে বিশেষ জোর দেওয়া হবে। —প্রতীকী চিত্র।

দুর্ঘটনা কমাতে সরকারি এবং বেসরকারি গাড়ির স্বাস্থ্য পরীক্ষার উপরে জোর দেওয়ার পাশাপাশি গাড়ির লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও নজরদারি বাড়ানোর কথা উঠে এল ‘ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিক্‌ল টেকনিক্যাল অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সাধারণ সভায়।

বাসন্তী হাইওয়েতে সম্প্রতি তৃণমূল বিধায়ক সওকাত মোল্লার কনভয়ের পাইলট গাড়ির ধাক্কায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু ঘটে। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে জানা যায়, পুলিশের ওই গাড়িটির স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্রের মেয়াদ আগেই ফুরিয়ে গিয়েছিল। দ্রুত গতিতে ছোটার সময়ে অ্যাক্সেল ভেঙে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। যার জেরে সেটি উল্টো দিক থেকে আসা একটি বাইকে ধাক্কা মারে। মহম্মদ তাজউদ্দিন নামে ওই বাইকের আরোহীর মৃত্যু ঘটে। তিনি বানতলা চর্মনগরীর একটি কারখানায় কাজ করতেন।

শনিবার ওই ঘটনার কথা উল্লেখ করে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পথ-নিরাপত্তা সুনিশ্চিত করতে গাড়ি পরীক্ষা করানো ছাড়াও এ বিষয়ে সচেতনতা তৈরির উপরে বিশেষ জোর দেন।এ দিন ওই দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল প্রশ্ন তোলেন, কর বাবদ আয় হওয়া টাকার একাংশ সরকারি পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন যানবাহনের রক্ষণাবেক্ষণে কেন খরচ করা হবে না? এর জন্য অর্থ দফতরের কাছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার আবেদন জানান তিনি।

পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহন দফতরের বিভিন্ন পরিষেবা মসৃণ করার কথা বলেন। ‘পশ্চিমবঙ্গ মোটর ভেহিক্‌ল টেকনিক্যাল অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সাধারণ সভা উপলক্ষে পথ-নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়।

মানক সংস্থা ‘ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’-এর সহযোগিতায় এ দিন বিমানবন্দর এলাকার আড়াই নম্বর গেট, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং রুবি মোড় সংলগ্ন রাস্তায় বাইকচালকদের উন্নত মানের আসল হেলমেট চিনে নেওয়ার পদ্ধতি শেখাতে সচেতনতামূলক কর্মসূচি চলে। সুরক্ষার মাপকাঠিতে উতরোবে, এমন হেলমেট কী ভাবে চিনবেন, তা দেখানো হয় তাঁদের। কোন ধরনের হেলমেট আঘাত সামলানোর ক্ষেত্রে কতটা উপযোগী, তা হাতেকলমে পরীক্ষা করে দেখানো হয়।

এ দিনের সভায় ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ির শর্তসাপেক্ষে মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের ইতিবাচক অবস্থান নেওয়ার কথা জানান পরিবহণমন্ত্রী স্নেহাশিস। পরে বার্ষিক সাধারণ সভা থেকে সংগঠনের সাধারণ সম্পাদক পদে সুরজিৎ চট্টোপাধ্যায় এবং সভাপতি পদে বিপ্লব প্রধান নির্বাচিত হন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Road safety Safety

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy