বাংলায় ব্যালট-যুদ্ধের ময়দানে এ বার অস্ত্র বেকারত্ব।
তৃণমূল জমানায় রাজ্যে বেকারত্বের সমস্যা বহু গুণ বেড়েছে বলে আক্রমণ শানাতে শুরু করল বিজেপি। অভিযোগ তুলল, পশ্চিমবঙ্গে কাজের সুযোগ যথেষ্ট না-থাকায় রুজি-রুটির খোঁজে ভিন্ রাজ্যের পথে পা বাড়াতে বাধ্য হচ্ছেন বহু কর্মী। গত এক দশকে তাই অনেকখানি বেড়েছে এ রাজ্য থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকের সংখ্যা। পাল্টা আক্রমণে মুখ্যমন্ত্রীর অভিযোগ, হঠাৎ করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করে দিয়ে আসলে কর্মহীনের সংখ্যা বাড়াচ্ছে মোদী সরকারই। তার পরেও এই করোনা কালে রাজ্যে কাজের বাজারের ছবি দেশের বাকি অংশের তুলনায় ঢের ভাল বলে তাঁর দাবি।
সোমবার বিজেপির আইটি শাখার প্রধান তথা পশ্চিমবঙ্গের সহকারী দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্যের টুইট, “সরকারের মেয়াদ ফুরোনোর মুখে এসে এখন ৩৫ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ বাস্তব হল, যা চাকরি ছিল, তা-ও কেড়ে নিয়েছে দুর্নীতি এবং সিন্ডিকেট-রাজ। যুব সমাজের স্বপ্ন চুরমার করে দিয়েছে তৃণমূল।” তাঁর দাবি, সিএমআইই-র তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২০ সালের অক্টোবরের মধ্যে এ রাজ্যে বেকারত্বের হার বেড়েছে ২১৭ শতাংশ। একই সঙ্গে তাঁর কটাক্ষ, “সিপিএমের ৩৪ বছরের অপশাসনের পরে ‘পিসির’ জমানায় আরও রসাতলে গিয়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতি। তার প্রমাণ, লকডাউনের সময়ে এ রাজ্যে ফিরেছেন প্রায় ১০.৫ লক্ষ পরিযায়ী শ্রমিক। অথচ ২০০১-১১ সালের জনগণনা অনুযায়ী, তার সংখ্যা ছিল ৫.৮ লক্ষ।” অর্থাৎ ইঙ্গিত, এ রাজ্যে বিনিয়োগ নেই। নতুন কল-কারখানা বাড়ন্ত। বাধ্য হয়েই চাকরির খোঁজে ভিন্ রাজ্যে যেতে হচ্ছে নতুন প্রজন্মের বড় অংশকে।