Advertisement
২৬ মার্চ ২০২৩
Weather

শীতের আমেজ ফিরল রাজ্যে, তাপমাত্রা নামল স্বাভাবিকের নীচে, আরও পারদপতনের সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে আরও পারদপতনের সম্ভাবনা রয়েছে। বিদায়ের আগে এটাই শীতের শেষ ইনিংস।

representative photo of weather

আগামী ২৪ ঘণ্টায় আরও তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪২
Share: Save:

স্লগ ওভারে ব্যাট করছে শীত! শেষলগ্নে শীতের শিহরণ কলকাতা-সহ রাজ্যে। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ আবার নামল ১৫ ডিগ্রির ঘরে। উত্তুরে হাওয়ার দাপটে শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। আগামী ২৪ ঘণ্টায় আরও পারদপতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

জানুয়ারির শেষ সপ্তাহ থেকে কলকাতা-সহ রাজ্যে উবে গিয়েছিল হাড়হিম ঠান্ডার আমেজ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছিল। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের মধ্যেই কলকাতায় এক ধাক্কায় পারদ নামে ৩ ডিগ্রি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার আরও নামল পারদ।

ফেব্রুয়ারির শুরু মানেই শীতের বিদায়ঘণ্টা বাজার সময়। অথচ বিদায়বেলাতেই যেন ঘুরে দাঁড়াচ্ছে শীত। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরও ২-৩ ডিগ্রি নামতে পারে। তার পর তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আবহবিদদের ধারণা, বিদায়ের আগেই এটাই শীতের শেষ ইনিংস। স্লগ ওভারে তাই রান তুলে নেওয়ার চেষ্টা হচ্ছে।

Advertisement

শুক্রবার সকাল থেকেই কলকাতায় রোদ ঝলমলে আকাশ। বইছে উত্তুরে হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৪৮ ঘণ্টায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। ভোরের দিকে কুয়াশা হতে পারে কোথাও কোথাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.