Advertisement
১৮ এপ্রিল ২০২৪

হাওড়ার ভোটে প্রশ্ন পুনর্বিন্যাস নিয়ে: রাজ্য

অবশেষে হাওড়া পুরসভার ভোট নিয়ে অবস্থান জানাল রাজ্য সরকার!

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

প্রদীপ্তকান্তি ঘোষ
কলকাতা শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৮ ০৫:১৩
Share: Save:

অবশেষে হাওড়া পুরসভার ভোট নিয়ে অবস্থান জানাল রাজ্য সরকার!

চলতি বছরেই হাওড়া-সহ রাজ্যের ১৭টি পুরসভার মেয়াদ শেষ হবে। সেই জন্য ওই সব পুরসভার ভোট সংক্রান্ত বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য নির্বাচন কমিশন। এই বিষয়ে কমিশন আর রাজ্য সরকারের মধ্যে একাধিক চিঠিচাপাটি বিনিময় হয়েছে। ১৬টি পুরসভা নিয়ে কমিশনকে অবস্থান জানিয়েছিল রাজ্য। কিন্তু হাওড়া নিয়ে ‘চুপ’ ছিল তারা।

সংশ্লিষ্ট সূত্রের খবর, কয়েক দিন আগে হাওড়া পুরসভার ভোট নিয়ে কমিশনকে নিজেদের বক্তব্য জানিয়েছে রাজ্য সরকার। তারা বলেছে, পুনর্বিন্যাসের বিষয়টি হাওড়া পুরসভাকে জানানো হয়েছে। তাদের মতামত জেনে নিয়ে কমিশনকে সেই বিষয়ে অবহিত করাবে রাজ্য। নিয়ম অনুসারে প্রাথমিক ভাবে পুরসভাই পুনর্বিন্যাসের বিষয়টি স্থির করে। তার পরে তা জেলা প্রশাসনকে জানায় তারা। তৃতীয় ধাপে কমিশনকে জানায় জেলা প্রশাসন অর্থাৎ রাজ্য।

হাওড়া পুরসভার পুনর্বিন্যাস নিয়ে শাসক দলের অন্দরে জট এখনও কাটেনি। হাওড়া পুরসভার সঙ্গে বালি সংযোজিত হওয়ার পরে ওয়ার্ড-পিছু বরাদ্দ অর্থে কখনও কখনও উন্নয়ন নিয়ে সমস্যায় পড়তে হয়েছে কাউন্সিলরদের। তাই নতুন করে ৬৬ ওয়ার্ডের হাওড়া পুরসভায় পুনর্বিন্যাস হলে বরাদ্দ অর্থ নিয়ে সমস্যায় পড়তে হবে বলে শাসক দলের কারও কারও অভিমত। প্রধানত, এই দুই কারণে পুনর্বিন্যাসের বিষয়ে এখনও স্পষ্ট সিদ্ধান্তে আসা যায়নি বলে শাসক দল সূত্রের খবর। এক নেতার কথায়, ‘‘সহমত বা মতানৈক্যের প্রশ্ন নয়। দল নির্দেশ দিলে সকলকে তা মানতে হবে।’’ অন্য এক নেতার কথায়, ‘‘যা পরিস্থিতি, তাতে এই বছর ভোটের সম্ভাবনা ক্ষীণ।’’ পুনর্বিন্যাস নিয়ে রাজ্য অবস্থান স্পষ্ট করার পরে হাওড়া নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে কমিশন। ২০১৩ সালের ডিসেম্বরে হাওড়া পুরসভার ভোট হয়েছিল।

বালুরঘাট ও কৃষ্ণনগর পুরসভায় পুনর্বিন্যাসের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। তা কয়েক দিন আগে কমিশনকে জানানো হয়েছে। ওই দু’টি পুরসভার পুনর্বিন্যাস নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে কমিশন। বাকি ১৪টির পুরসভার ওয়ার্ড সংরক্ষণের খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE