Advertisement
০২ মে ২০২৪

শিক্ষকদের ‘বিশেষ’ বদলির আবেদন নেওয়া স্থগিত রাজ্যে

সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার-পোষিত স্কুলশিক্ষকদের বিশেষ কারণে বদলির আবেদন নেওয়া আপাতত স্থগিত রাখল রাজ্য সরকার। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুলশিক্ষা দফতর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ০৩:২৬
Share: Save:

সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার-পোষিত স্কুলশিক্ষকদের বিশেষ কারণে বদলির আবেদন নেওয়া আপাতত স্থগিত রাখল রাজ্য সরকার। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুলশিক্ষা দফতর।

গত ২০১৫ সালে এই বিশেষ বদলি প্রক্রিয়া চালু হয়। তাতে বিশেষ কারণ দেখিয়ে বদলির জন্য আবেদন করতে পারতেন শিক্ষকেরা। আবেদন করতে হতো সংশ্লিষ্ট স্কুলের পরিচালন সমিতির কাছে। বিষয়টি এর পরে যেত সংশ্লিষ্ট জেলার স্কুল পরিদর্শকের দফতরে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য স্কুলশিক্ষা দফতরে। বিকাশ ভবন সূত্রের খবর, প্রতি মাসে প্রচুর আবেদন জমা পড়ত। সেই চাপ নেওয়া সম্ভব হচ্ছে না। পাশাপাশি এ বার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ শুরু হবে। তার আগে নতুন বদলির আবেদন আর নিতে চাইছে না সরকার।

এই প্রক্রিয়ায় বিভিন্ন কারণে বদলির আবেদন করা যেত। বহু দূরের জেলায় চাকরি করলে বাড়ির কাছে আসার জন্য বা অসুস্থ হলে শিক্ষকেরা বদলির আবেদন করতে পারতেন। মহিলাদের ক্ষেত্রে নিগ্রহের অভিযোগ জানিয়েও বদলির আবেদন করা যেত। বিবাহ বিচ্ছেদ হলেও মহিলারা বদলির আবেদন করতে পারতেন।

বদলি প্রক্রিয়া স্থগিতের বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ-সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘এই বদলি প্রক্রিয়ায় তুমুল স্বজনপোষণ চলছিল। ক্ষমতার অপব্যবহারও হচ্ছিল। স্থগিত রাখা নয়, এই বদলি প্রক্রিয়াকে তুলে দেওয়া উচিত।’’ নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কলকাতা জেলা সভাপতি মৃন্ময় রায়ও জানান, এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Teachers Transfer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE