কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের দিন বোমার আঘাতে তামান্না খাতুনের নিহত হওয়ার ঘটনায় সব অভিযুক্তেরা এখনও কেন গ্রেফতার হয়নি, এই প্রশ্নকে সামনে রেখে যুব কংগ্রেসের ডাকে নেতা-কর্মীরা বৃহস্পতিবার ভবানী ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছে। নেতৃত্ব রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে যেতে চেয়েছিলেন। পথেই মিছিল আটকে সংগঠনের ২৭ জনকে আটক করে লালবাজারে নিয়ে গিয়েছে পুলিশ। পুলিশের এই আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন নেতৃত্ব। আন্দোলনের নেতৃত্বে থাকা যুব কংগ্রেস নেতা তথা সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য সৌরভ প্রসাদ বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ আমাদের সঙ্গীদের আটক করেছে। পুলিশ ও সরকারের এই আচরণের বিরুদ্ধে আমাদের আন্দোলন আরও তীব্র হবে।” এ দিনের কর্মসূচি থেকে রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র মজুত, বেহাল নারী নিরাপত্তা, পুলিশের মদতে মাদকের রমরমা ও তোলাবাজির অভিযোগও তোলা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)