Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অরিন্দম, সুবোধকে কটাক্ষ শ্যামলের

বালুরঘাটের তৃণমূল প্রার্থী নাট্যকর্মী অর্পিতা ঘোষকে সমর্থন করায় অভিনেতা অরিন্দম শীল ও কবি সুবোধ সরকারকে কটাক্ষ করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চক্রবতী। মঙ্গলবার মালদহে একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে শ্যামলবাবু বলেন, “যখন ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র মাথাচাড়া দেয় তখনই এ ধরনের ঘটনা ঘটে। তাঁরা স্বেচ্ছায় আমাদের কাছে এসেছিলেন। আবার স্বেচ্ছায় চলে গিয়েছেন। সুতরাং ওঁদের আটকানোর কথা ভাবছি না।” তাঁর আরও দাবি, “এটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে দলবদল নয়, অরাজনৈতিক ফ্যাক্টরও রয়েছে।”

নিজস্ব সংবাদদাতা
মালদহ ও কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৪ ০২:৫৭
Share: Save:

বালুরঘাটের তৃণমূল প্রার্থী নাট্যকর্মী অর্পিতা ঘোষকে সমর্থন করায় অভিনেতা অরিন্দম শীল ও কবি সুবোধ সরকারকে কটাক্ষ করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চক্রবতী। মঙ্গলবার মালদহে একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে শ্যামলবাবু বলেন, “যখন ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র মাথাচাড়া দেয় তখনই এ ধরনের ঘটনা ঘটে। তাঁরা স্বেচ্ছায় আমাদের কাছে এসেছিলেন। আবার স্বেচ্ছায় চলে গিয়েছেন। সুতরাং ওঁদের আটকানোর কথা ভাবছি না।” তাঁর আরও দাবি, “এটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে দলবদল নয়, অরাজনৈতিক ফ্যাক্টরও রয়েছে।”

এ দিন কলকাতায় সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এ প্রসঙ্গে বলেন, “আমরা ব্যক্তিগত আক্রমণ করি না। রাজ্যের সব মানুষেরই মত জানানোর অধিকার রয়েছে। তেমনই মত বদলানোরও অধিকারও রয়েছে।” তবে একসময়ে বামফ্রন্টের ‘পাশে থাকা’ বুদ্ধিজীবীদের সমর্থন পেলেও বালুরঘাটে তৃণমূল পিছিয়ে পড়বে বলে দাবি করেন শ্যামলবাবু। তাঁর কথায়, “এর আগে তৃণমূলের সঙ্গে যে বিশিষ্টজনের গিয়েছিলেন, কিছুদিনের মধ্যেই তাঁদের বিরাট অংশ তৃণমূলকে ছেড়ে চলে এসেছেন। উপর থেকে বালুরঘাটে যত লোক আসবেন, বালুরঘাটে তৃণমূল তত বেশি পিছিয়ে পড়বে।”

জেলায় নিবার্চনী প্রচারে এসে মালদহের দু’টি আসনে জেতার দাবিও এ দিন করেছেন শ্যামলবাবু। তিনি বলেন, “গত নিবার্চনে বামফ্রন্টের বিরুদ্ধে তৃণমূল, কংগ্রেস-সহ সমস্ত দল জোটবদ্ধ ছিল। এ বার নিবার্চনে তৃণমূল একা। রাজনৈতিকভাবেও তৃণমূল পর্যুদস্ত। সেই কারণে এ বার রাজ্যে আমাদের আসন বাড়বে। মালদহের দু’টি আসনে সিপিএম জিতবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arindam shil arpita ghosh subodh sarkar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE