গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলি সামরিক বাহিনীর হামলা থামার নাম নেই। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক আজ এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজ়ার বিভিন্ন প্রান্তে ইজ়রায়েলের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩৫ জন সাধারণ মানুষ। এঁদের মধ্যে অন্তত ৮৭ জন শুধুমাত্র খাবার এবং অন্য ত্রাণ সামগ্রী নিতে এসে খুন হয়েছেন। ইজ়রায়েলের বোমাবর্ষণে আহতের সংখ্যা ৭৭১। এই পরিস্থিতিতে আজই এক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তরফে আশঙ্কা প্রকাশ করে জানানো হয়েছে, হামাস এবং নেতানিয়াহু সরকার খুব দ্রুত সংঘর্ষবিরতি নিয়ে সদর্থক সিদ্ধান্তে না পৌঁছলে গাজ়ায় অনাহারে মৃতের সংখ্যা আরও বাড়বে। কারণ মানবাধিকার সংগঠনগুলির হাতে থাকা ত্রাণ সামগ্রীও ক্রমশ ফুরিয়ে আসছে।
গত ২৪ ঘণ্টায় না খেতে পেয়ে গাজ়ায় মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। গোটা গাজ়া ভূখণ্ডে অনাহারে মৃতের সংখ্যা আপাতত বেড়ে দাঁড়িয়েছে ১৯৩। এর মধ্যেই ‘ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস’-এর মুখপাত্র হিশাম মাহান্না সংবাদমাধ্যমকে আজ জানিয়েছেন, দ্রুত দু’পক্ষ সংঘর্ষবিরতিতে না পৌঁছলে গাজ়ায় না খেতে পাওয়া মানুষের মৃত্যুুমিছিলও শুরু হবে। তাঁর কথায়, ‘‘সবাই প্রচুর কিছু খুইয়েছেন। আমরা আমাদের সহকর্মীদের হারিয়েছি, বন্ধুদের হারিয়েছি, পরিবার হারিয়েছি। গাজ়ায় সকলেই ক্ষতিগ্রস্ত।’’ তিনি জানাচ্ছেন, তাঁদের সংগঠনের সাড়ে তিনশো কর্মী গাজ়ার অভুক্ত মানুষদের কাছে খাবার ও পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য প্রতিনিয়ত লড়ছেন। কিন্তু ত্রাণ ভান্ডার ফুরিয়ে গেলে সেটুকুও আর করা যাবে না। তাই দ্রুত দু’পক্ষকে সংঘর্ষবিরতিতে পৌঁছনোর আর্জি জানিয়েছেন তিনি। যাতে চুক্তি মতো গাজ়া ভূখণ্ডে ত্রাণের ট্রাক ঢুকতে কোনও বাধা না থাকে।
এ সবের মধ্যেই আজ মধ্য গাজ়ায় ত্রাণের একটি ট্রাক উল্টে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, যাঁরা মারা গিয়েছেন, তাঁরা ত্রাণ নিতেই ভিড় করেছিলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)