Advertisement
E-Paper

হঠাৎ‌ই ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি বিদ্যুৎকেন্দ্র ছাড়লেন ন’জন ভারতীয় আধিকারিক, দাবি‌ কর্তৃপক্ষের

‘দ্য ডেইলি স্টার’কে আনোয়ারুল বলেন, “ভারতীয় আট জন ইঞ্জিনিয়র ও এক জন অর্থ বিভাগের আধিকারিক শনিবার কোনও ধরনের আনুষ্ঠানিক নোটিস না দিয়েই বিদ্যুৎকেন্দ্র ছেড়েছেন। সকালে নিজ নিজ কর্মস্থলে তাঁদের না পাওয়ার পরই আমরা বিষয়টি জানতে পারি।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ০০:২৫

ছবি: সংগৃহীত।

কোনও রকম নোটিস ছাড়াই বাংলাদেশে কর্মরত ন’জন ভারতীয় আধিকারিক তাঁদের কর্মস্থল ছাড়লেন। শনিবার ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি রামপাল বিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম ‘দ্য ডেইলি স্টার’কে এ কথা জানান। গত ২০ জানুয়ারি বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এবং অন্য কেন্দ্রে নিযুক্ত কর্মীদের পরিবারকে দেশে পাঠানোর পরামর্শ দেয় কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের তরফে ভোটমুখী বাংলাদেশের পরিস্থিতি বিচার করেই এই পরামর্শ দেওয়া হয়। তবে এ-ও জানানো হয়, বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এবং অন্যান্য কেন্দ্র খোলা থাকবে, সেখানে কাজও চলবে।

‘দ্য ডেইলি স্টার’কে আনোয়ারুল বলেন, “ভারতীয় আট জন ইঞ্জিনিয়র ও এক জন অর্থ বিভাগের আধিকারিক শনিবার কোনও ধরনের আনুষ্ঠানিক নোটিস না দিয়েই বিদ্যুৎকেন্দ্র ছেড়েছেন। সকালে নিজ নিজ কর্মস্থলে তাঁদের না পাওয়ার পরই আমরা বিষয়টি জানতে পারি।” তাঁর দাবি, “তাঁদের হঠাৎ চলে যাওয়ায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমে কোনও ধরনের ব্যাঘাত ঘটবে না। আমাদের স্থানীয় ইজিনিয়ারেরা সম্পূর্ণ দক্ষ ও প্রশিক্ষিত। তাঁরা স্বতন্ত্রভাবে কেন্দ্র পরিচালনা করতে সক্ষম। আমরা এই মুহূর্তে কোনও প্রযুক্তিগত বা পরিচালনাগত সমস্যার আশঙ্কাও করছি না।”

বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছেন, আধিকারিকদের এই হঠাৎ বেরিয়ে যাওয়ার কারণ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ করা হবে। ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করে। এটি ভারতের মালিকানাধীন ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের একটি যৌথ উদ্যোগ। এ বিষয়ে এখন‌ও এনটিপিসি-র পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। সেখানে মাঝেমধ্যেই হিংসার ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে বিদেশ মন্ত্রক সেখানে হাই কমিশন, সহকারী হাই কমিশন এবং অন্যান্য কেন্দ্রে নিযুক্ত কর্মীদের পরিবারগুলিকে দেশে ফেরার পরামর্শ দেয়। এই সিদ্ধান্তকে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে। এর মধ্যেই এ বার নোটিস ছাড়াই বাংলাদেশে কর্মরত ন’জন ভারতীয় আধিকারিক তাঁদের কর্মস্থল ছাড়লেন।

Power Plant Bangladesh India India-Bangladesh Relation India-Bangladesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy